আমাদের কথা খুঁজে নিন

   

তরুণদের জন্য চিলেকোঠা

নিজউ আওয়ারস বিডি.কম-এর সাময়িকীর নাম পরিবর্তন করে ‘চিলেকোঠা’ রাখা হলো। চিলেকোঠা তরুণদের ভাবনাকে প্রাধান্য দিয়ে তরুণদের লেখা দিয়ে নতুন সাহিত্য নির্মাণে সচেষ্ট। চিলেকোঠা-ই পারে নতুনের পথ তৈরী করতে। চিলেকোঠার জন্য যে কোন সাহিত্য আলোচনা, সমালোচনা, সাহিত্যের খবরাখবর, ম্যাগ আলোচনা, বই আলোচনা, প্রবন্ধ, গল্প, কবিতা, রম্য, মুক্ত গদ্য, পাঠ প্রতিক্রিয়া, চিঠিপত্র ও সাহিত্য আড্ডা পাঠিয়ে দিন। আপনার বন্ধুকে বলুন।

লিঙ্ক: চিলেকোঠা কবিতা পড়ুন: কারো জন্য কেউ খুব কাছে এসে দাঁড়ালো, ঘাড় ঘুরিয়ে দেখিÑ নেই, পায়ের শব্দ পাশ দিয়ে হেঁটে হেঁটে গেলো, তাকিয়ে দেখিÑ নেই। ভোরের পাখিরা ডেকে উঠবে উঠবে করছে, কেউ আমার কাঁধ ছুঁয়ে ঘুম জড়ানো কণ্ঠে বলবে, ‘এখন তোমার ঘুমিয়ে যাওয়া উচিত!’ অথচ কেউ তো এসে বললো না, কেউ তো এসে বলছে না! অপেক্ষায় থেকে থেকে অবশেষে ঘুমেরা ভোরের বাতাসে দোল খাচ্ছে কলাপাতার উপর, দু’টি শালিক পাখি কলাপাতার উপর থেকে ঘুমকে ঠোঁটে তুলে নিয়ে নদীর জলে ভাসিয়ে দিতে গেলো, তবু কেউ বললো না, ‘এই শালিক, তুই আমার বাড়ি আয়!’ ০১.১০.২০১১, ঢাকা। নিম আমার প্রেমিকা আমার চোখের মনিকে সারারাত ডুবো তেলে ভেজে বল বানিয়েছি। নিমের সাথে দেখা হতেই দুইটা টিস্যু পেপার বাড়িয়ে দিয়ে আমার চোখ দুটো উপড়ে নিতে চাইলো। পৃথিবীর সবটুকু আলো ফেলে আমি নিমকে দেখতে চাইলাম।

অস্থিরমতি মেয়ে গো, তর সহে না তোমার! ধমকে ওঠো আমার চেয়ে থাকার প্রতি, আর আমি চোখ খুলে তোমার হাতে তুলে দিই। চোখের কোটরে টিস্যু পেপার গুঁজে কালো গ্লাসের চশমা পরে ঝটপট দূর পৃথিবীর দিকে ঘাড় তুলে থাকি। চোখের বল নিমের হাত থেকে নিজেই আছড়ে পড়ে মাটির উপর, আবার লাফিয়ে ওঠে বাতাসে ভেসে থাকা চিলের লেজ বরাবর। বারবার উঠছে নামছে বল দুটো। নিম, তুমি হাততালি দিতে দিতে আমার প্রেমিকা হয়ে উঠছো।

তোমার উৎসাহ পেয়ে আরো আরো জোরে লাফিয়ে উঠছে বল। চিলের ঝাঁকের উপর গড়িয়ে যাচ্ছে বল। একসময় বল দুটো ঢুকে গেলো অন্ধ চিলের ঠোঁটে। বল দুটো ফিরে না পেয়ে তুমি মেয়ে হাহাকার করছো আমার জন্য, আর আমি জয়ী হলাম। আমার হারানো চোখ দিয়ে শুধু তোমার পৃথিবীটাকেই দেখি।

০১.১০.২০১১, ঢাকা। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।