আমাদের কথা খুঁজে নিন

   

কিংখাপে রোদেলা মেঘ

স্মৃতিময় ভার্স্কয়ের সুচারু জমিন নকসি কাঁথার বুনন লৌকিক আবহো কমলা রঙ রোদ, ভাটফুল, জারুল, শাপলানদী, কৃষ্ণচূড়া বনভূমি, মেঘভাসা আকাশ অকৃত্তিম ভালোবাসা। শ্বেতবলাকার মতন জড়িয়ে থাকে হৃদয়ের কিংখাপে স্বযতনে সংগোপনে। স্পর্ষের বাইরে অবারিত আকাশ--- ম্যাপেল, ওক, বার্চ, দীর্ঘ পাইন বনে রোদের কারুকাজ ঘন মেঘের ঝড়ো বাতাস অজানা সমুদ্র মন্থন, নিশি অন্ধকারে ওরোরা আলোর খেলা রাতদিন এক সেতু বন্ধন । রুদ্রাক্ষের মালা তুলে এনো বৈরাগীর মেলা থেকে ধুতরার ফুল গুঁজে দেবো জড়ানো খোপায়। গেরুয়া বসনা হয়ে একতারা হাতে পথ চলার সাধ বহুদিনের। অথচ দারুচিনি দ্বিপে জলতরঙ্গের খেলায় ভাসছি বহুকাল সাম্পানের দেখা নাই, মদিরা হৃদয় তবু রেখেছি সাজিয়ে, জারাকান্ডার নীলাভ হৃদয়ে। জলপাই প্রকৃতি তুলে সুরের আলাপন ডিজেম্বে রিদম আদিম পাহাড়ি তানে। দক্ষিণ দেখেছি উত্তরেও কাটল অনেক কাল এবার পূব বা পশ্চিমে পা বাড়াবো


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.