। । আমার আকাশে যখন চাদ আলো ছরালো, তুমি কেন সেই আলো দেখলে না? আমার বাগানে যখন ফুল ফুটলো, তুমি কেনো সেই সুভাস পেলে না? বৃষ্টি হয়ে যখন ভেজাতে চাইলাম, তুমি কেনো তখন স্নান করলেনা? তুমি না স্নান করাতে আমার যে বৃষ্টি হয়ে আকাশ থেকে নামা হলো না। তুমি না ঘ্রান পাউয়াতে ফুলের সুভাস আর রইল না। তুমি না চাদ দেখাতে পূর্ণীমার আলো আর থাকলোনা। তোমার জন্যই আমার আজ যত যাতনা, তুমি আমায় একদিন বুঝবে, এই যে মোর কামোনা।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।