"প্রাচীরের ছিদ্রে এক নাম-গোত্রহীন, ফুটিয়াছে ছোট ফুল অতিশয় দীন। ধিক ধিক করে তারে কাননে সবাই, সূর্য উঠি বলে তারে, ভাল আছ ভাই
বিয়ের আগে জন্মদিন একভাবে পালন করতাম। বিয়ের পরে অন্যরকম ভাবে পালন করি। ছেলে হবার পর ধরন পাল্টেছে।
তবে বর্তমানটাই সবচে ভাল।
দোয়া করবেন যেন দীর্ঘজীবী না হই, বরং মৃত্যুর পরে যেন দীর্ঘকাল মানুষের হৃদয়ে বেঁচে থাকতে পারি।
যেদিন আমি থাকবোনা আর, জানি ওগো
জানি সেদিন বুঝবে,
জোছনা রাতে চাঁদের বুকে, হন্যে হয়ে –
জানি আমায় খুঁজবে ।
ভালবাসি তোমায় কত, বুঝলেনা আজ
জানি সেদিন বুঝবে,
দূর আকাশের তারার কাছে, জানি সেদিন
ঠিকানা মোর পুছবে ।
আমায় খুঁজে ক্লান্ত হয়ে, অবশেষে
চক্ষু দুটো বুজবে,
আমার স্মৃতি স্মরণ করে জানি বন্ধু
চোখের পানি মুছবে ।
খুঁজে খুঁজে ব্যর্থ হয়ে, নিজের সাথে
নিজেই সেদিন যুঝবে,
আমার স্মৃতি আনমনেতে স্মরণ ক'রো
ক্লান্তি তোমার ঘুচবে।
জোছনা রাতে, চাঁদের বুকে, তবু তুমি
শুধুই আমায় খুঁজবে,
যেদিন আমি থাকবোনা আর, আমার অভাব
শুধুই সেদিন বুঝবে । ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।