আমাদের কথা খুঁজে নিন

   

আবার কামুকের দৃষ্টি সীমায় আমার ‘মা’

ঝর্ণার পাশে বাড়ি/ জলের তেষ্টায় মরি/ জীবনের খেলাঘর/ বেঁধে যাই নিরন্তর। স্বপ্ন দিগন্ত_ চেনা হাত অবিরাম_ অচেনা হাতছানি মুগ্ধ চোখের স্তব্ধ দৃষ্টি কর- রেখা নিলীন মুখরিত আহলাদে সুতীব্র আবেগের আহবান- চোখ তোল স্বাপ্নিক-তাকাও অসীম দুর্নিবার অভিমান ভোলো _ দাও প্রজ্ঞার প্রতিদান! . . . . . . . . চেতনার অন্দরে বন্দী বিবেক . . . . . . . . মুখোশ খোল- এসো সম্ভাবনা . . . . . . . . জাগাও বিশ্বাস- দাও নির্ভাবনা- কাতর কণ্ঠে! প্রতিদিন- প্রতিক্ষণ-অষ্টপ্রহর আমার স্বাধীনতা_ . . . . . . . আকুল দৃষ্টি মেলে আমার পথে . . . . . . . ডেকে যায় অবিরাম অক্লান্ত . . . . . . . জেগে ওঠার দু:সাহস- প্রত্যয়ে। আমার সঙ্কর্য বিবেক- মার্গনে চতুর খোঁজে বীক্ষণ অন্য চোখের_ আবার ক্ষত-বিক্ষত_ আমার স্বদেশ আবার রক্তে ভেজা_ আমার স্বাধীনতা আবার কামুকের দৃষ্টি সীমায় আমার ‘মা’... উৎসর্গঃ *যার ভাষা বাংলা অথচ সুখ পায় ইংলা বা হিন্দায়। *বাংলাদেশ জন্ম অথচ স্বপ্ন দেখে অন্য দেশের কথায় কথায় বলে দেশ কী দিছে! *মায়ের গর্ভ হতে জন্ম অথচ সেই মা জাতির প্রতি সম্মান নাই...দেখলেই শিস দিতে চায়। *দেশী খাবার রেখে প্রায় প্রতিদিন খেতে চায় হোটেলের চায়নিজ বা থাই। *রাজনীতির সব দোষ! তবে আমি রাজনীতি করবনা...মেধা নিয়ে কবরে আরেকটা শহর বানাবে? সবাই এসো দেশটাকে ভালবেসে গড়ি স্বপ্নময়। ছবি:গুগল...

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.