আমাদের কথা খুঁজে নিন

   

উন্মুক্ত সফ্টওয়্যার এ ন'টি উল্লেখযোগ্য ও স্মরনীয় উন্মেষ

উন্নত দেশে ব্যক্তি স্বাধীনতা এই ছবিটি ব্যবহারে অনুমতি একনও নিতে পারিনি। Photo credit: Linus Torvalds by Robert Kratky at abclinuxu.cz. (মনে হয় আংশিক) কোন দিন কি ভেবে দেখেছেন, আজকের উন্মুক্ত সফ্টওয়্যার এর সাফল্য, দৃঢ় অবস্থান ও পদচারনার পেছনের ইতিহাস কি? কাদের উদ্যোগ, পরিশ্রম ও অবদানের মাধ্যমে উন্মুক্ত সফ্টওয়্যার আজ এতটুকু। পূঁজিবাদী বিশ্ব বিশেষ করে মাইক্রোসফ্ট প্রাথমিক পর্যায়ে উন্মুক্ত সফ্টওয়্যারের উদ্যোগ ও উন্মেষকে আমলেই নেয়নি। কিন্তু আজ তাদেরকে উন্মুক্ত সফ্টওয়্যারকে আমলে নিতেই হচ্ছে। রয়াল পিন্গডম http://royal.pingdom.com যে কটি উন্মুক্ত সফ্টওয়্যারের ইতিহাস সৃষ্টির পেছনে অবদান, তা থেকে মোট ন'টি উল্লেখ করেছে, আমি তার অনুবাদ শুধু এখানে করার চেষ্টা করেছি।

1980 – Usenet এর আগমন যদিও এটিকে সর্বপ্রথমে উল্লেখ করাতে অনেকে একমত হবেন না, তবুও বতে হয় "ইউসনেট" এর আগমন এর সাথে সাথেই বিশ্বব্যপী লোকজন তথা প্রগ্রামাররা একসাথে কাজ করার সুযোগ পেয়েছেন। এই একসাথে কাজ করতে গিয়েই তারা একে অপরের প্রগ্রাম অনেকটা নির্দিধায় বিনিময় করেছেনর‌‌‌। এই প্রয়াসই উন্মুক সফ্টওয়্যার এর বীজ বপন বলে অনুমান করা যেতে পারে। এই "ইউসনেট" এর থেকেই "ইন্টারনেটের" পরবর্তী ফলাফল (বলা যেতে পারে)। 1983 – Richard Stallman শুরু করেন GNU Project ভাবতেও অবক লাগে আমি যখন অফিসে সদ্য পাশ করা কম্পউটার বিজ্ঞান স্নাতকদের ইন্টারভিই নিই, অনেকেই Richard Stallman কে চেনেন না।

তিনি যা করে গেছেন তার জন্য তৃতীয় বিশ্ব তথা উন্মুক্ত সফ্টওয়্যার এর প্রচারের নীতিমালায় যারা বিশ্বাসী তারা আমার মনে হয় তারা চিরকাল রিচার্ড স্টলম্যানকে স্মরন করবেন। তার এই প্রকল্পের কারনেই আমার মনে হয় লিনাক্সকে বাঘা বাঘা কোম্পানী কিনে নিয়ে একে বন্ধ বা ব্যবসা করতে পারে নি। শুনা যায় মাইক্রোসফ্ট নেটস্কেপ এর ন্যয় লিনাক্স কেও কেনার জোড় প্রচপষ্টা চালিয়েছিল। পারেনি GNU লাইসেন্স এর কারনে। Richard Stallman এরপর GNU Project থেকে 1985 সালে Free Software Foundation প্রতিষ্ঠা করেন।

এবং এই ফৃ সফ্টওয়্যার ফাউন্ডেশনই অন্যতম একটি উন্মুক্ত সফ্টওয়্যার তৈরীর পথিকৃত। The GNU Project থেকেই the GNU General Public License (GPL) জন্ম হয়। ,উন্মুক্ত সফ্টওয়্যার এর মডেল হিসেবে এটি সবচেয়ে প্রসিদ্ধ। আর যখন লিনাক্স বাজারে আসে, তখন এই লাইসেন্সটি একে অপরের পরিপুরক হিসেবে কাজ করে। 1989 – 386BSD কাজ শুরু যদিও BSD Unix অনেক দিন যাবত উন্মুক্ত সফ্টওয়্যার হিসেবেই আখ্যায়িত হচ্ছিল কিন্তু সমস্যা যেটা ছিল সেটা হোল BSD Unix ব্যবহার করতে হলে একটি আলাদা license AT&T থেকে নিতে হোত।

কারন এর কিছু কোড এসছিল AT&T Unix থেকে। এই সমস্যা টি সমাধান করেন জনাব William and Lynne Jolitz in 1992 যখন তিনি 386BSD (যেটি Jolix নামেও পরিচিত) বাজারে ছাড়েন। এই 386BSD র মাঝে AT&T Unix এর কোড সম্ভবত তিনি সরিয়ে নিজে পুন কোড করেছিলেন। বর্তমানে এটি নানা versions of BSD তে পাওয়া যায় ও ব্যবহার হচ্ছে। এগুলি হচ্ছে FreeBSD, NetBSD and OpenBSD।

. 1991 – Linus Torvalds Linux এর জন্ম দেন। Linus Torvalds ছিলেন ঐ ঘরকুনে ছেলে যাকে তার ম বলেছিলেন, এই ছেলে এতই অসামাজিক, এর জীবনে কোন মেয়ে আসবে না। ১৪ বছর বয়সে Linus Torvalds তার রুমের থেকে মিনিক্স এ লগ করতে চেষ্টা করছিলেন, তার পক্ষ ঐ বয়সে মিনিক্স এ ঢোকার জন্য সফ্টওয়্যার কেনার সামর্থ ছিলনা বিধায় নিজেই কোডি করা শুরু করেন বলে তার আত্মজীবনী মুলক বইতে উল্লেখ রয়েছে। এই কোডিং করতেই তার সারা সময় কক্ষে কাটতো। তার প্রথম মিনিক্স কার্নেলকে তিনি নাম দিতে চেয়েছিলেন“Freax”।

এই থেকেই বিশ্বের প্রথম লিনাক্স জন্ম নেয়। তার সেই প্রথম ই-বার্তা টি ছিল " I’m doing a (free) operating system (just a hobby, won’t be big and professional like gnu) for 386(486) AT clones." এই ই-বার্তাটি ১৯৯১ খৃঃ comp.os.minix newsgroup এ প্রকাশিত হয়েছিল। 1993 – Red Hat প্রতিষ্ঠা Red Hat ই প্রথম company যে নিজের Linux distribution, করে বড় ব্যবসা শুরু করেছিল এবং প্রমান করেছিল উন্মুক্ত বিনা মূল্যের সফ্টওয়্যার দিয়েও ব্যবসা করা সম্ভব। এর প্রমান স্বরুপ বলা যায় Wall Street যখন ১৯৯৯সালে "রেড হ্যট" শেয়ার বিতরন করে, দিনের সবচেয়ে বড় দাম বেড়েছিল এই রেড হ্যাট এর। 1994 – MySQL সম্পর্কীয় ডাটাবেস এর উন্মেষ ও উন্নয়ন কাজ শুরু Michael Widenius ও David Axmark ১৯৯৪ সালে MySQL উন্নয়নের কাজ শুরু করেন সুডেন থেকে।

প্রথম version ছাড়েন ১৯৯৫ সালে। উন্মুক্ত সফ্টওয়্যার এর জগতে MySQL এখন সর্বোচ্চ জনপ্রিয়। Facebook and Wikipeda ন্য প্রতিষ্ঠান ও এই আরডিবিএমএস ব্যবহার করে। ২০০৯সাল নাগাদ ১,১০,০০,০০০ MySQL আরডিবিএমএস স্থাপিত হয়েছে বলে সাইটটিতে জানানো হয়েছে। Red Hat ন্যয় MySQL ও ব্যবসায়িক সাফল্য পায় ।

২০০৮সালে Sun এক billion dollars দিয়ে MySQL কে ক্রয় করে। 1996 – Apache র Web জগতে বলিষ্ঠ পদচারনা Apache HTTP server একেবারে প্রমান করে ছেড়েছে যে উন্মুক্ত সফ্টওয়্যার নির্ভরযোগ্য বিধায় লোক জন এর ওপর আস্থা রাখছে। বর্তমানে মাইক্রোসফ্ট এর আইআইএস থেকে আপাচের শেয়ার বেশি বলে জানা যায়(৬৫%)। 1998 – লড়াই এ হেড়ে যাবার পূর্বে Netscape এর সোর্স কোড উন্মুক্ত করন। মাইক্রোসফ্ট নেটস্কেপকে হারিয়েছে ঠিকই, কিন্তু ঐ তরুনের মগজকে হারাতে পারেনি।

তাই আজকে আমরা ফায়ারফক্স, মজিলা ইত্যাদি পাচ্ছি। 2004 – Canonical বাজারে Ubuntu কে ছাড়ে। উবুন্টু Debian ভিত্তিক (যেটি একটি লিনাক্স ওস ও বিতরন ধারা) South African ধনাড্য ব্যবসায়ী Mark Shuttleworth’s এর company, Canonical, Debian-ভিত্তিক Ubuntu বাজারে একদম ফৃ ওএস ছাড়ে ২০০৪সালে। অনেকে এর সিডি বাসায় ডাকে পেয়েছেন। অবিশ্বাস্যভাবে উবুন্টু খুব কম সময়ে বিরাট সাফল্য অরজন করে মাইক্রোসফ্টকে তার প্রতিযোগী করে তুলেছে।

এই তালিকায় আরও আছে, যেমন Opensourcing of Java. * Opensourcing of Eclipse and NetBeans. * Opensourcing of Solaris and the launch of OpenSolaris. আরও আছে 1995 – Rasmus Lerdorf creates PHP বহু business applications PHP দিয়ে আজকাল লেখা হয়। Content Management Systems (CMS) রয়েছ ১। – Joomla ২। - WordPress এবং ৩। - Drupal. তারপর শিক্ষা ব্যবস্থাপনার জন্য (LMS) – Market leader Moodle and others.  ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.