আমাদের কথা খুঁজে নিন

   

ব্রাক্ষণবাড়িয়ায় বিপর্যয়

আজ শুক্রবার বিকেল পাঁচ থেকে সাড়ে পাঁচটা মধ্যে ব্রাক্ষণবাড়িয়া জেলার উড়শিউরা এবং এর আশে পাশের বেশ কিছু গ্রামে হঠাত্‍ টর্নেডো বা কালবৈশাখী ঝড় আঘাত হানে । এসময় প্রচুর বাতাস বয়ে যেতে থাকে । বাতাসের দাপটে রাস্তায় চলাচলরত বেশ কিছু ট্রাক উল্টে যায় । এর একটি ট্রাক উড়শিউড়ায় অবস্থিত জেলা কারাগারের পাশে রাস্তায় থাকা সিএনজির উপর পড়ে এবং সিএনজির সব যাত্রী নিহত হয় । এছাড়া রামরাইল ও আরও অনেক জায়গায় রাস্তায় কার্ভাড ভ্যান উল্টে পড়ে ।

রাস্তায় প্রচুর গাছপালা ভেঙ্গে পড়ে । ফলে ব্রাক্ষণবাড়িয়া কুমিল্লা রাস্তা বন্ধ হয়ে গেছে । এছাড়া জেলখানার পাঁচ তলা ভবনের একটি অংশের দেয়াল ধসে পড়ে । এতে একজন কর্তব্যরত গার্ড নিহত হয় । এছাড়া বেশ কয়েকজন কয়েদি আহত হয়েছে ।

কয়েদিদেরকে বিভিন্ন কারাগারে স্থানান্তর করা হয়েছে । সর্বশেষ খবর অনুযায়ী নিহত ১৪জন । আহত ৩০০জন । তবে অনেকের মতে নিহত কমপক্ষে ২০-২৫জনের মত । ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।