আমাদের কথা খুঁজে নিন

   

যুক্ত হোক আরও একটি নতুন শ্লোগানঃ আছাড় মারতে চাই.

( উৎসর্গ- তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি ) জানি, এখন বায়ান্ন নয় তবুও আকাশ ফাটানো উত্তাল মিছিল চাই মিছিলের প্রয়োজন কেবলই বায়ান্ন নয়। এখন ঊনসত্তর নয়, তবুও মর্ত্যভূমি কাঁপানো দুর্বার আন্দোলন চাই আন্দোলনের প্রয়োজন কেবলই ঊনসত্তর নয়। জানি, এখন একাত্তর নয় তবুও আরও একটি বিজয় চাই ভিন্ন সংস্কৃতির ভিনদেশীদের শাসন ও শোষণ উৎখাতের মত- রক্তাপ্লুত সংগ্রামের ভেতর দিয়ে উৎখাত হোক স্বদেশীয় রক্তচোষা শোষকের। এখন নব্বই নয় তবুও গণঅভ্যুত্থান চাই গণতন্ত্রের মুখোশ পরে থাকা স্বৈর-গণতন্ত্রীদের নির্ভুল পতন হোক এবার, গণঅভ্যুত্থানের প্রয়োজন কেবলই নব্বই নয়। আমার- আমাদের পূর্বসূরীদের রক্তে কেনা, উত্তরাধিকার সূত্রে স্বদেশ ভূমিতে পাওয়া জাতীয় সম্পদ নিজের প্রয়োজন যতক্ষণ ফুরোবে না কোন শালাকেই নিতে দেব না, কোন শালাকেই দিতে দেব না।

কিন্তু বিদেশী সম্পদ পিপাসুর কাছ থেকে সম্পদ বাঁচানোই শেষ কথা নয়। স্বদেশী শাসকের অভিনয় চক্ষু উপড়ে ফেলার এখনই চূড়ান্ত সময়। মৌলিক অধিকার নিয়ে জটিল বাণিজ্য রোগে আক্রান্ত স্বৈর-গণতন্ত্রীদের শুধরোবার এখনই সময়। নইলে পূর্বসূরীদের রক্তভূমির উপর দাঁড়িয়ে আমরাও শিখে গেছি কি করে ঘরের শত্রুকে নিজের শত্রু ভেবে ক্ষমতার পাটাতন থেকে কাঁচ বিচূর্ণ আছাড় দিয়ে নামাতে হয়। ভয় দেখিয়ে কোন লাভ নেই ইতিহাস আমাদের বুকের মুক্ত নদীতে প্রবাহিত উর্বর পলিমাটির মত সাবধান, শোষকের দল! বেশি নাচলে আছাড় মেরে দেব, আছাড় মেরে ‘নতুন’ কে গড়ে দেব, সত্যি সত্যিই এবার একটা আছাড় মেরে দেব! ২৮ সেপ্টেম্বর, বুধবার, বিকেল ৩টায় চট্টগ্রাম লালদিঘীতে জনসভা দলে দলে যোগ দিন।

by Azim Khan ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.