আমাদের কথা খুঁজে নিন

   

এন্ড্রয়েডে বাংলা লিখার সহজ তরিকা

আমারে দিয়া লেখালেখি হইতোনা চরম আইলসেমি লাগে। শুরুতেই একটা কথা বলে নিই। রুট করলে কিন্তু আপনার সেটের ওয়ারেন্টি ভয়েড হয়ে যাবে। অতএব যা করবেন নিজ দায়িত্তে করবেন। বর্তমানে অনেক মানুষ এন্ড্রয়েড পাওয়ার্ড মোবাইল ব্যবহার করছেন।

আমারো অনেক দিনের শখ এন্ড্রয়েড মোবাইল ব্যবহারের। শেষ পর্যন্ত কিনেই ফেললাম এক্টা এন্ড্রয়েড মোবাইল। কিনেই সবার আগে যে সমস্যায় পরলাম তা হলো এন্ড্রয়েড মোবাইলগুলো বাংলা ফন্ট সাপোর্ট করেনা। যার কারনে প্রথমে অনেক মন খারাপ হয়ে ছিলো। যাই হোক গুগল মামুরে জিগাইলাম কেম্নে কি করা যায়।

মামু আমারে নিরাশ করে নাই। অনেক গুলা উপায় পাইলাম। কিন্তু বেশির ভাগ ই জটিল প্রকৃতির। সবচেয়ে সহজ পদ্ধতিটাই এখন আপনাদের দেখাবো। এখানে আমি স্যামসাং গ্যালাক্সী এপোলো ব্যবোহার করেছি।

যদি ইচছা হয় তবে আপনি ট্রাই করে দেখতে পারেন। বাংলা লিখতে চাইলে প্রথমে আপনার ফোনে বাংলা ফন্ট ইনস্টল কর্তে হবে। আর বাংলা ফন্ট ইনস্টল করতে আপনার ফোনকে root করতে হবে। রুটিং: রুট করার জন্য আপনি z4root বা suoer one click ব্যবহার করতে পারেন । আমি আমার ফোনে z4root ব্যবহার করেছি কারন ওটাই আমার কাছে সহজ মনে হয়েছে।

এই এপটা মার্কেটে পাবেন না। সরিয়ে ফেলা হয়েছে। এখান থেকে ডাউনলডান z4root এবার এপটা আপনার ফোনে ইনস্টল করুন। দেখবেন দুইটা অপশন আছে ১/ টেম্পোরারি রুট ২/ পার্মানেন্ট রুট আপনার যেটা ইচ্ছা করুন। আমি অবশ্য পার্মানেন্ট রুটই করেছি।

রুট হয়ে গেলে ফোন রিবুট কর্তে বলবে। ব্যাস হয়ে গেল আপনার রুটি । এবার ফন্ট ইনস্টলেশন এখানে আপনার লাগবে ১/ সোলাইমানলিপি বা রুপালি বাংলা ফন্ট] ২/font changer (মার্কেটে পাবেন ) এই দুইটা ফাইল ডাউনলড করে নিন। এবার ফন্টচেঞ্জার টি ওপেন করুন। দেখবেন বেসিক,এডভান্সড এবার এডভান্সড এ ক্লিক করুন।

আপনার ফোনে যে ফন্ট গুলা আছে তার তালিকা পাবেন । এবার droidsansfallback.ttf নামের একটা ফন্ট পাবেন। এই ফন্টটার উপর হাল্কা চাপ দিন এবং ২সেকেন্ড ধরে রাখুন। দেখতে পাবেন সেট এবং প্রিভিউ । আপনি সেট এ ক্লিক করুন এবং আপনার ডাউনলড ক্রিত ফন্ট টি কোন ফোল্ডারে আছে তা দেখিয়ে দিন।

এবার ফন্ট টি সিলেক্ট করুন। এখন এপ্লাই করুন। এবার আপনাকে ফোন রিবুট কর্তে বলবে। রিবুট করুন । ব্যাস এবার আপনার ফোন প্রস্তুত বাংলা লেখার জন্য।

ও বাংলা লেখার জন্য আপনার লাগবে মায়াবী বাংলা কিবোর্ড। এটাও মার্কেটে পাবেন। ডাউনলোড করে নিন। এবার আপনার ফোনের settings>locale and text> input method এ যান এবং মায়াবী কি বোর্ড সিলেক্ট করুন। ব্যাস এবার আপনার এন্ড্রয়েড দিয়েই বাংলা লিখুন।

কোন সমস্যা হলে জানাবেন। চেষটা করবো সমাধান দিতে। ছবি দিতে পারলামনা বলে দু:খিত। আনাডি হাতে লেখা। গালি টালি দিয়েন না আবার।

সবাই ভালো থাকবেন। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।