আমাদের কথা খুঁজে নিন

   

ইন্টারনেটের মাধ্যমে খুব কম খরচে বাংলাদেশী ১৪টি চ্যানেল সরাসরি দেখুন এন্ড্রয়েডে বা কম্পিউটারে। বিশ্বের যে প্রান্তেই থাকুন…

বাংলাদেশী টিভি চ্যানেল এখন আপনার হাতের মুঠোয়...চাইলেই এখন DESH IPTV-র মাধ্যমে সরাসরি দেখতে পাবেন এন্ড্রয়েড ডিভাইস বা কম্পিউটারে অথবা STB (Set top box)এ।

এন্ড্রয়েড মোবাইল এ্যাপস দ্বারা প্রথম ১০ দিন ফ্রি দেখতে পারবেন দেশের জনপ্রিয় ১৪টি চ্যানেল পরবর্তীতে সন্তুষ্ট হলে মাসে মাত্র ৩ ডলার চার্জে প্রিমিয়াম সার্ভিস পাবেন এছাড়া USB TV Dongle দ্বারা কম খরচে ডেস্কটপ বা ল্যাপটপে সরাসরি দেখতে পাবেন বাংলাদেশী টিভি চ্যানেল। STB (Set-Top-Box) দ্বারা টিভিতেও দেখতে পাবেন...

যারা দেশ থেকে দূরে আছেন বা প্রবাসী তাদের জন্য আমাদের দেশের চ্যানেল সরাসরি দেখা সহজ নয় আর খরচও অনেক বেশী।
যারা দেশে আছেন থ্রিজি বা 350-700kbps স্পিড ইন্টারনেট সংযোগ ব্যাবহার করেন তারাও দেখতে পারেন হাই কোয়ালিটি স্ট্রিম, নিখুত ছবি।
অনেকেই হয়তো বলবেন অনলাইনে বাংলাদেশী কিছু চ্যানেল ফ্রি দেখা যায় কিন্তু স্ট্রিমিং কোয়ালিটি দেখলে তো কান্না আসে ( অনেক খারাপ কোয়ালিটি..  তাই ভালো কিছু পেতে একটু তো খরচ করতেই হয়।


সবগুলো চ্যানেল থেকে অনুমতি আছে আমাদের প্রচার করার জন্য। যে চ্যানেলগুলো বাকী আছে তা আগামী মাসেই এড করা হবে। এনটিভি, সময় টিভি, এটিএনে খবরের সময় টাইম লাইনে আমাদের এড দেয়া হচ্ছে একটু খেয়াল করলেই দেখবেন
এন্ড্রয়েড প্লেস্টোর থেকে আমাদের অফিসিয়াল এ‌্যাপস মোবাইল আ ট্যাবলেটে ইন্সটল করে নিতে পারেন অথবা আমাদের সাইট থেকে আপডেটেড APK ডাউনলোড করে ইন্সটল করে নিন:

যদি ডেস্কটপ বা ল্যাপটপে সরাসরি দেশী চ্যানেলগুলো দেখতে তাহলে ২৫ ডলার দিয়ে  USB TV Dongle কিনতে হবে সাথে ১ মাস প্যাকেজসহ পরবর্তীতে ১ মাস, ৩ মাস, ১২ মাস প্যাকেজ থেকে রিচার্জ করতে পারবেন।
USB TV Dongle ভিডিও রিভিউটি দেখে নিতে পারেন যেভাবে এটি কাজ করে এবং কোয়ালিটি কেমন... Click Here 
STB (Set top box) দ্বারা টিভিতেও দেখতে পাবেন, বিস্তারিত আরো জানতে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন....
ভিসা / মাস্টার কার্ড দ্বারা পেপালের মাধ্যমে আমাদের পেমেন্ট করতে পারেন বা Skrill, Neteller, Payza দিয়ে অনলাইনে পেমেন্ট দিতে পারেন। আর যদি বিকাশে পেমেন্ট দিতে চান ব্যাবস্থাও আছে।


সোর্স: http://www.techtunes.com.bd/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.