আমাদের কথা খুঁজে নিন

   

জামায়াত - চোটি - শফি - থাইল্যান্ড

টুইটারে আসেন, আড্ডা দেই। @smnawed শফি সাহেব বিজ্ঞান খুব একটা বুঝেন বলে আমার মনে হয় না, এজন্যই পীর হয়েছেন, ঐখানে তো সার্টিফিকেট লাগে না। জামায়াতের সাথে শফী মিয়ার কওমীদের নাকি এই নিয়ে বরাবরই গ্যান্জাম লেগে থাকে। আমাদের আশ-পাশের এলাকার ৪টি মসজিদের ভেতের ২ জনের খুতবা (জু'মার আগের সমসাময়িক বিষয়ে আলোচনা) শুনে ভালো লাগে কারন তাদের জ্ঞানের চর্চা অবিরত। বেশ সুন্দরভাবে গুছিয়ে কথা বলেন।

পরে জানতে পারলাম এরা ২ জনই জামায়াতপন্থী কওমী মাদ্রাসার ছাত্র ছিলেন। মাদ্রাসা সিস্টেমের শুরু হয়েছিল পরপর দুই অমুসলিম হেডমাস্টারের হাতে - সম্ভবত প্রায় ১৫ বছরকালের ব্যাপার। ব্রিটিশদের মুসলিমবধ সিস্টেমটি অনেককেই পঙ্গু করেছে। যেহেতু জামায়াতের অবস্থান শফী সাহেবের বিপক্ষে, এই সরকারের উচিৎ ছিল কওমী-আলিয়া দুই মাদ্রাসাকেই আমাদের রেগুলার এ্যাকাডেমিক কারিকুলামে অন্তর্ভুক্ত করা। আর যারা যা কিছু লিখেছে মেয়েদের ব্যাপারে, তারা বোধ করি সামাজিক প্রেক্ষাপটেই লিখেছে।

আরমান-এর পোস্ট থেকে সবক'তি উদ্ধৃতি এখানে দিলাম: ১। "মেয়েটাকে বিয়ে করে ফেললেই তো পার - ফ্রিতেই যদি গাভীর দুধ মেলে তাহলে কোন মূর্খ টাকা খরচা করে ঘরে গাই পোষে?" মনেরমত মন,সমরেশ মজুমদার 2. "একজন মেয়ে যাকে মন দিতে পারে, তাকে শরীরটা দেওয়া কিছুই নয়। এই শরীরে আছেটা কি?অথচ আশ্চর্য ! নিরানব্বই ভাগ পুরুষের কাছে এবং সমাজ যারা গড়েছেন তাদের কাছে এই শরীরটাই দামি । মনের দাম নেই কানাকড়িও!" -বুদ্ধদেবগুহ 3."চোখের সামনে আমার মেয়ে বড় হচ্ছে । কিন্তু সামাজিক নিয়মের বেড়াজালে আমার হাত-পা বাঁধা।

" -হুমায়ূন আজাদ 4. "কম বয়েসী মেয়ে হল রসগোল্লার মত যেখানে রাখবে সেখানেই পিঁপড়ে ধরবে!" -শংকর 5. "পৃথিবীতে বা সমুদ্রে যত হিংস্র প্রাণী আছে সবচেয়ে বৃহত্তম প্রাণী হল মেয়েরা!" - মেনানডার 6. "পুরুষেরা মেয়েদের খেলার সামগ্রী আর মেয়েরা শয়তানেরখেলার সামগ্রী! মেয়েরাসন্তান উৎপাদনের যন্ত্র বৈ কিছু নয়!" -নেপোলিয়ান 7. "বিড়াল, পাখিরা এবং মেয়েরা এই ধরণের প্রাণী যারা নিজেদের প্রসাধনের উপর সর্বাধিক সময় নষ্ট করে!" -চার্লস নড়ায়ার 9. "মেয়ের সম্মান মেয়েদের কাছেই সবচেয়ে কম!" -রবীন্দ্রনাথ ঠাকুর 10. "প্রত্যেক মেয়েই নিজের জন্য একটা নুনু চায় । এই নুনুর জন্যই তারা পুরুষদের হিংসা করে!" -সিগময়েড ফ্রয়েড 11. "বিশ্ববিদ্যালয়ের মেয়েদের চুইংগামের মতো চাবাতে ইচ্ছে করে" - হুমায়ুন আজাদ এইসব উদ্ধৃতি দিনে দিনে বাড়তেই থাকবে, যেভাবে বাড়ছে পর্ন সাইটের জয়যাত্রা। এখানে শিক্ষিত মানুষে অনেকেই জানেন আমাদের দেশে মোবাইলে সবচেয়ে বেশী ব্রাউজড সাইট কোনগুলি। তাদের সময়ে ওয়েবসাইট ছিল না, তাই ঐ সময়ের এই লেখাগুলোই ছিল খোরাক। ছোট বেলায় ক্যাডেট ভর্তির কোচিং করতে গিয়ে প্রথমবার কারও হাতে চোটি বই দেখেছিলাম।

তা নিয়ে ছেলে-মেয়ে সবার মধ্যেই অনেক ইন্টারেস্ট। এক বন্ধুর স্ট্যাটাস, "আজকাল যারা ইন্টারনেট'এ যেতে পারে, তাদের আর চোটি লাগে না। সমাজে নিজেকে খুব সাধু হিসেবে দেখাতে পারে, কারন ঘরের কথা তো পরের মানুষ জানে না। " থাইল্যান্ডের মতো নৈতিকতার নিম্নস্তরে থাকা দেশেও দেখেছি মুসলিম হিজাব করা নারীদের তারা কিভাবে সম্মান দেয়। পাইকারী মার্কেটের অনেকগুলো দোকান চালায় দক্ষিনে বসবাসকারী এই মুসলিম নারীরা।

তারা তো হিজাব করে ঘরে বসে থাকে না। শিক্ষা আর শালীনতার জোরে তাদের 'ফিক্সড প্রাইজ' পাইকারী দোকানে কেউ দামাদামী করছে না, বরং বেশীরভাগ মানুষ তাদের দোকাগুলোকেই বিস্বস্ত মনে করে। অতএব ইসলাম শিক্ষা এবং আধুনিক শিক্ষা - দুটো'ই প্রয়োজন। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.