আমাদের কথা খুঁজে নিন

   

জামায়াত এখন কী করবে

হাইকোর্ট নির্বাচন কমিশনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিবন্ধন অবৈধ ঘোষণার পর সব মহলে প্রশ্ন দেখা দিয়েছে, জামায়াত এখন কী করবে? তারা কি রাজনীতি করতে পারবে? একাত্তরে মহান মুক্তিযুদ্ধের প্রত্যক্ষ বিরোধিতাকারী এই রাজনৈতিক দলটি কি আগামী নির্বাচনে অংশ নিতে পারবে? এ নিয়ে নির্বাচন কমিশন, সরকারের মন্ত্রী ও সংশ্লিষ্টরা ব্যাখ্যা দিয়েছেন। উচ্চ আদালত নিবন্ধন অবৈধ ঘোষণার পর রাজনৈতিক দল হিসেবে জামায়াত আগামী সংসদ নির্বাচনে অংশ নিতে পারবে না বলে মত দিয়েছেন সংশ্লিষ্টরা। তাদের দলীয় প্রতীক 'দাঁড়িপাল্লা' নিয়েও নির্বাচন করার আর সুযোগ থাকছে না। তবে জামায়াত নেতারা স্বতন্ত্রভাবে নির্বাচনে অংশ নিতে পারবেন। রাজনৈতিক কার্যক্রমও চালাতে পারবে দলটি।

রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, নিবন্ধন অবৈধ ও বাতিল ঘোষণার ফলে জামায়াতের রাজনৈতিক ভবিষ্যৎ এই মুহূর্তে ঝুঁকির মধ্যে পড়ল। জামায়াতের রাজনীতি নিষিদ্ধের পথ প্রশস্ত হলো। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে একাত্তরের মানবতাবিরোধী অপরাধের দায়ে জামায়াত নেতাদের ফাঁসির রায় ঘোষণার পর থেকেই গত কয়েক মাসে দেশজুড়ে দলটির কর্মীরা ব্যাপক সন্ত্রাসী কার্যক্রম সংঘটিত করে। এরপর থেকেই জামায়াতকে নিষিদ্ধ ঘোষণার দাবি জোরালো হয়ে ওঠে। গতকালের রায়ের পর জামায়াত শিবিরের কর্মীরা রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে বিচ্ছিন্নভাবে যানবাহন ভাঙচুর ও অগি্নসংযোগের মাধ্যমে তাদের প্রতিক্রিয়া প্রকাশ করে।

এ অবস্থায় রাজনৈতিক পর্যবেক্ষকরা আশঙ্কা করছেন, জামায়াত যদি নির্বাচন কিংবা প্রকাশ্য রাজনীতি করতে না পারে তাহলে তাদের মধ্যে উগ্র ও হিংসাত্দক পথে পা বাড়ানোর মানসিকতা সৃষ্টি হতে পারে। এদিকে অদূর ভবিষ্যতে প্রতিকূল পরিবেশ মোকাবিলায় প্রয়োজনে আত্দগোপনে গিয়ে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য নেতা-কর্মীদের প্রস্তুতি নেওয়ার আগাম নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানা গেছে। এদিকে বর্তমান জামায়াতের ভাগ্য অনিশ্চিত হয়ে পড়ায় দলের তরুণ অংশ নির্বাচন কমিশন থেকে নতুন নামে সংগঠনের নিবন্ধন নেওয়ার বিষয়টি ভাবছে বলে জানা গেছে। দলীয় একটি সূত্র জানায়, যুদ্ধাপরাধের বিচার প্রক্রিয়া শুরু হওয়ার পর থেকেই নতুন নামে রাজনৈতিক দল গঠনের প্রক্রিয়া চলছে জামায়াতের অভ্যন্তরে। সাজাপ্রাপ্ত ও চিহ্নিত যুদ্ধাপরাধীদের বাদ দিয়ে তুলনামূলক উদার গণতান্ত্রিক দল প্রতিষ্ঠা করার চেষ্টা রয়েছে দলের তরুণ নেতাদের একাংশের।

এই মুহূর্তে তা সম্ভব না হলে কিংবা জামায়াতের রাজনীতি নিষিদ্ধ করা হলে তারা বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলের শরিক ধর্মভিত্তিক ছোট কোনো নিবন্ধিত দলের সঙ্গে একীভূত হতে পারে।

 

 

সোর্স: http://www.bd-pratidin.com/

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.