আমাদের কথা খুঁজে নিন

   

শুদ্ধ আত্মার রাজনীতিবিদ প্রয়োজন, বিশুদ্ধ রক্তের মানুষ প্রয়োজন।

প্রত্যাশাই জীবন, বিবেক বাধা, আর বিভ্রান্তিই গতি সঞ্ছারক। হোক সে গতি পশ্চাৎমুখী কিংবা অভিমুখী। এই গতিতেই রয়েছে প্রত্যাশা, হয়ত ঊর্ধ্বমুখী কিংবা নিম্নমুখী রাজনীতি কথাটি মনে হলে চোখের সামনে ভেসে ওঠে হত্যা, গুম , নির্যাতন, ধর্ষণ, মিছিল, হরতাল, হিংসা আর প্রতিহিংসা। এটাই আমাদের কাছে স্বাভাবিক। আমারা এগুলোতে অভ্যস্ত হয়ে গেছি, এগুলো আমাদের গায়ে লাগে না।

রাজনৈতিক সহিংসতা যেন বৈধ কোন কর্মসূচী! মাঝে মাঝে খুব খারাপ লাগে! আমারা বাঙ্গালীরা অভাবী জাতি, আমাদের অভাবের শেষ নেই। অর্থনৈতিক অভাবতো রয়েছেই, আরো রয়েছে শিক্ষার অভাব, অর্থনৈতিক ও শিক্ষার অভাব আমাদের বিবেক বোধকে জগ্রত হতে দেয় না, যে কারনে আমারা বিবেকহীন হয়ে যাচ্ছি, চলছে বিবেকের মঙ্গা। এ সবকিছুর মূলে মৌলিক অধিকারের অনিশ্চয়তা। আমাদের মৌলিক অধিকারগুলোঃ অন্য বস্ত্র বাসস্থান চিকিৎসা শিক্ষা অবাক হই যখন দেখি আমাদের কৃষক ভাইয়েরা তাদের মৌলিক অধিকার সম্পর্কে জানে না। যখন তাদের বলি এগুলো আপনাদের অধিকার, তখন তারা আমাকে পাগল বলে, আরো বলে এগুলো কেন সরকার দিবে? আমি তখন ভাবি!! তাদের শিক্ষা দেয়া হয় নাই।

যে কারনে তারা বুঝতে পারছে না তাদের অধিকার। জনগনের সেবা করা রাজনীতিবিদের দায়িত্ব। কিন্তু তারা তা করছে না, একজন সুস্থ রাজনীতিবিদ কখনোই দুর্নীতি করতে পারে না, দুর্নীতি করবে অপ্রকৃতস্থ রাজনীতিবিদেরা, যাদের আত্মায় আবর্জনা, যাদের শিরা বা ধমনীর পরিবর্তে শরীরে রয়েছে সুয়ারেজ লাইন, শুধু তারাই পারে জনগনের অধিকার ছিনিয়ে নিতে। আজ আমাদের শুদ্ধ আত্মার রাজনীতিবিদ প্রয়োজন, যাদের শরীরে রয়েছে বিশুদ্ধ রক্ত। অন্যথায় আমাদের উত্তরণ সম্ভব নয়, কোনদিনও মাথা উঁচু করে দাঁড়াতে পারবনা আমরা।

যাহোক, গুটিকয়েক শিক্ষিত মানুষ আসে আমাদের সমাজে যারা কিনা কুশিক্ষিত, এরা এদের সমস্ত জ্ঞানকে কাজে লাগাচ্ছে দুর্নীতি করার নতুন কোন রাস্তার খোঁজে। ঘুষ খাওয়ার নতুন নতুন পদ্ধতি উদ্ভাবনে। অনেকে ঘুষ না খেতে চাইলেও বাধ্য হয়ে খেতে হয়, না খেলে জীবনের ঝুঁকি। আমাদের দেশে সবচাইতে ক্ষমতাবান মানুষ হল রাজনীতিবিদেরা, একদিক থেকে তারা জাতির অভিভাবক, তারা যদি জাতিকে সঠিক পথ না দেখায় তবে বাঙ্গালী পরে থাকবে অন্ধকারে। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১০ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।