আমাদের কথা খুঁজে নিন

   

বিচিত্র যন্ত্রের আইডিয়া ও তাদের ব্যবহার

দুষিছে সবাই, আমি তবু গাই শুধু প্রভাতের ভৈরবী! কত কত যন্ত্র পাতি বানানো হচ্ছে দুনিয়ায়। নিজে না বানাতে পারি কিছু কিন্তু আইডিয়া তো দিতে পারবো। সেরকম তিনটা আইডিয়া দিচ্ছি, একটা ব্লগারদের মাস্ট পছন্দ হইবে আইডিয়া গুলো আজকের রস আলোতে প্রকাশিত আমার আইডিয়া বিচিত্র যন্ত্রের বিচিত্র ব্যবহার থেকেঃ অনলাইন লাই ডিটেক্টিং মডিউল এখনকার সময়ে এ যন্ত্রের কোনো বিকল্প নেই। এই লাই ডিটেক্টিং মডিউলে প্রোগ্রামিং করা থাকবে। সেই সঙ্গে থাকবে ইউএসবি পোর্টের মাধ্যমে কম্পিউটার বা ল্যাপটপের সঙ্গে যুক্ত করার ব্যবস্থা।

অনলাইনে প্রকাশ হওয়া যেকোনো কিছুর সত্য-মিথ্যা নির্ণয় করবে এই যন্ত্র। সুবিধাসমূহ এর সুবিধা একটাই। অনলাইনে নানা সময় নানা পোস্ট আসে। কত রথী-মহারথী নিজের জীবনের ঘটনা বা লক্ষ্য নিয়ে পোস্ট দেন। সেই সঙ্গে সব বিষয় নিয়ে আসা খবর কিংবা গুজব তো আছেই।

অনলাইন লাই ডিটেক্টিং মডিউল আপনার পিসির সঙ্গে থাকলেই সহজে ধরতে পারবেন কে সত্য কথা লিখছে আর কে মিথ্যা। ইনস্ট্যান্ট সুইচিং চোখের পলকে এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যাওয়ার যন্ত্র। ইনস্ট্যান্ট সুইচিংয়ের সাহায্যে ব্যক্তি বা বস্তুকে পাঠানো যাবে নির্দিষ্ট জায়গায়। লেজার রশ্মির সাহায্য নেওয়া যেতে পারে এই যন্ত্র বানাতে। সুবিধাসমূহ ১. এই যন্ত্রের মালিক দুর্বিষহ জ্যামে না পড়ে বাসায় চলে যেতে পারবেন নিমেষেই।

২. আমাদের দেশে নেতা-মন্ত্রী চলাচল করলে রাস্তাঘাট জনসাধারণের জন্য বন্ধ হয়ে যায়। ইনস্ট্যান্ট সুইচিংয়ের মাধ্যমে দ্রুত নেতা-মন্ত্রীদের তাঁদের গন্তব্যস্থলে পৌঁছে দেওয়া যাবে। ভোগান্তি কমবে জনসাধারণের। ৩. প্রচলিত আছে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সবার শেষে অপরাধস্থলে পৌঁছায়। কে জানে ইনস্ট্যান্ট সুইচিং থাকলে অপরাধ ঘটার আগেই তারা জায়গামতো পৌঁছে যাবে।

অনুভূতি মেজারমেন্ট যুগোপযোগী এক যন্ত্র। যে কারও সামনে এই যন্ত্র ধরলে তার অনুভূতি প্রকাশ পাবে। যন্ত্রের ডিজিটাল ডিসপ্লেতে ভেসে উঠবে অনুভূতির পরিমাপ। সেই সঙ্গে দেখা যাবে অনুভূতির সত্যিকারের ইমোটিকন। সুবিধাসমূহ ১. এই যন্ত্র থাকলে যখন-তখন কাউকে জিজ্ঞেস করা লাগবে না ‘আপনার অনুভূতি কী?’ ২. নির্বাচনী সময়সহ নানা সময়ে রাজনৈতিক নেতারা আমাদের সামনে তাঁদের অনুভূতি প্রকাশ করেন।

খুব সহজেই ধরা যাবে তাঁদের অনুভূতি। ছবিগুলো রস আলোর কার্টুনিস্ট শিখা আপুর আঁকা ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।