আমাদের কথা খুঁজে নিন

   

জামায়াতী রাজনৈতিক ভন্ডামী-৩

“সময়ে সময়ে মিথ্যা বলা শুধু জায়েজই নয় বরং অবশ্য কর্তব্য” – আবুল আলা মওদূদী, তরজমানুল কোরআন, মে ১৯৫৮ মওদূদির এই বক্তব্যে আমরা মুসলমান হলে অবশ্যই বলতে হবে নাউজুবিল্লাহ। মহান আল্লাহপাক অবশ্যই মিথ্যা বলাকে কখনো কোন অবস্থাতেই প্রশ্রয় দেন না । শুধু ইসলাম ধর্মে নয় বরং পৃথিবীর প্রতিটি ধর্মেই সত্য কথা বলাকে ধার্মিক হওয়ার পূর্বশর্ত বলে বিবেচিত হয়। এমনকি সৎ নাস্তিকের কাছেও মিথ্যা বলা নিন্দনীয় । তা্ই আসুন জামাতের প্রতিষ্ঠাতা মওদূদিকে আমরা সবাই মিলে ধিক্কার জানাই।

গুরু মওদুদির অনুসারী জামাত নেতা যুদ্ধাপরাধী নিজামীর একটি মিথ্যাচারিতা এ প্রসংগে উল্লেখযোগ্য। তখন তিনি বিএনপি পরিচালিত সরকারের মন্ত্রী। সে সময়ে ধর্মান্ধগোষ্ঠীর দূর্দান্ত প্রতাপশালী। এ গোষ্ঠী কতৃক পরিচালিত তখন চলছিল সিরিজ বোমাবাজী এবং বাংলাভাই, শায়েখ আব্দুর রহমানদের নানারূপ সন্ত্রাসি কর্মকান্ড। সেসময়েই এক টেলিভিশন সাক্ষাতকারে নিজামী বলেছিল, "বাংলাভাই বলে কেউ নেই ।

বাংলাভাই মিডিয়ার তৈরী" । গুরু মওদূদির মতানুসারী নিজামীও মিথ্যা বলা জায়েজ মনে করেছিল হয় তো সে সময়। মিথ্যাচারিতা জামাত রাজনীতিতে অঙ্গাঙ্গীভাবে জড়িত ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.