আমাদের কথা খুঁজে নিন

   

পাল্টাপাল্টি হরতাল

অন্যদিকে গোলাম আযামের মুক্তির দাবিতে একই দিনে হরতাল ডেকেছে তার দল জামায়াতে ইসলামী।
সোমবার দুপুরে ট্রাইব্যুনালে প্রধান যুদ্ধাপরাধী গোলাম আযমের মামলার রায় আসার পর শাহবাগে নতুন করে টানা অবস্থানের ঘোষণা দেয় গণ জাগরণ মঞ্চ।
পরে শাহবাগ আন্দোলনে অংশ নেয়া দশটি ছাত্র ও যুব সংগঠন এবং  গণজাগরণ মঞ্চের পক্ষ থেকে আলাদাভাবে হরতালের ঘোষণা দেয়া হয়।
অবশ্য যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে আন্দোলনে থাকলেও হরতালে সমর্থন নেই বলে জানিয়েছে ক্ষামতাসীন আওয়ামী লীগের সহযোগী সংগঠন ছাত্রলীগ।
ট্রাইব্যুনালের রায়ে বলা হয়, গোলাম আযমের বিরুদ্ধে পাঁচ ধরনের মানবতাবিরোধী অপরাধের সবগুলোর অভিযোগই প্রমাণিত হয়েছে।

এসব অপরাধের প্রত্যেকটিতে তিনি সর্বোচ্চ সাজা পাওয়ার যোগ্য হলেও বয়স ও স্বাস্থ্য বিবেচনায় তাকে মোট ৯০ বছর সাজা অথবা ‘আমৃত্যু’ জেল খাটতে হবে।
এরপর বিকালে হরতালের ঘোষণা দিয়ে গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার বলেন, “এ রায় প্রত্যাখ্যান করে মঙ্গলবার সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল পালিত হবে। এর মাধ্যমে গণজাগরণ মঞ্চের আন্দোলন নতুন করে শুরু হবে। ”
স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ সর্বস্তরের জনগণকে হরতাল পালনের আহবান জানান তিনি।
রায় প্রত্যাখ্যান করে বামপন্থী ছাত্র-যুব সংগঠনগুলোর পক্ষে হরতালের ঘোষণা দেন ছাত্র ইউনিয়নের সভাপতি এস এম শুভ।


শাহবাগে এক প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, “রাজাকার শিরোমনি গোলাম আযমের রায়ে জনগণের প্রত্যাশার প্রতিফলন ঘটেনি। কাদের মোল্লার যাবজ্জীবন রায়ের সাথে এই রায়ের কোনো তফাত নেই। ”
মুক্তিযুদ্ধের লাখো শহীদের রক্তের ঋণ শোধ করতে জামায়াত-শিবির চক্রকে প্রতহত করার জন্য দেশপ্রেমিক ছাত্র-যুব-জনতাকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান এসএম শুভ।
বাংলাদেশ যুব ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক খান আসাদুজ্জামান মাসুম, ছাত্র মৈত্রীর সভাপতি বাপ্পা দিত্য বসু, ছাত্র ইউনিয়নের সমাজ কল্যাণ সম্পাদক লাকি আক্তারও এ সময় উপস্থিত ছিলেন।
তবে গত ফেব্রুয়ারিতে শাহবাগে শুরু হওয়া জাগরণ মঞ্চের এই আন্দোলনে থাকা ছাত্রলীগ মঙ্গলবারের হরতালে সমর্থন দিচ্ছে না বলে জানিয়েছেন  সংগঠনের সভাপতি বদিউজ্জামান সোহাগ।


বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “আমরা সব সময় হরতালের বিপক্ষে। এই হরতালে আমাদের সমর্থন নেই। ”
এদিকে ৯০ বছর কারাদণ্ডের রায় প্রত্যাখ্যান করে গোলাম আযমের মুক্তির দাবিতে একই দিনে হরতাল ডেকেছে একাত্তরে বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতাকারী দল জামায়াতে ইসলামী।
দলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে দলের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেন, অভিযোগ প্রমাণিত না হলেও সরকারের রাজনৈতিক ইচ্ছা বাস্তবায়নে এ রায় দেয়া হয়েছে।
রায় ঘোষণার তারিখ দেয়ায় সোমবারও সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল করে জামায়াত।

হরতালে বিভিন্ন স্থানে বিক্ষিপ্ত সংঘর্ষ, ভাংচুর ও বোমাবাজির ঘটনা ঘটে। সাতক্ষীরা, চাঁপাইনবাবগঞ্জ ও কুষ্টিয়ায় সংঘর্ষে নিহত হন মোট পাঁচজন।
ট্রাইব্যুনালের আগের রায়গুলোর দিনেও সারা দেশে হরতাল করে জামায়াত। রায়ের পর তা প্রত্যাখ্যান করে প্রতিবারই তারা হরতাল ডাকে এবং বিভিন্নস্থানে সহিংসতা ঘটায়।    


সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.