আমাদের কথা খুঁজে নিন

   

পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন



দেশের দুই প্রধান নেত্রীর ব্যক্তিগত ও সমষ্টিগত, দলীয় ও জাতীয় বিষয়গুলোতে তেমন কোন পরিবর্তন আসেনি। ১/১১ র পর মদশ ও জাতি আশা করেছিল এবার শিক্ষা গ্রহন করবেন রাজনীনিবিদগণ। কিন্তু বাংলাদেশের রাজনীতিতে গুণগত পরিবর্তনের যেকথা সূধী সমাজ বলে আসছেন তার বাস্তব প্রতিফলন দেখা যাচ্ছে না। প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে দেশের প্রধান দুই রাজনৈতিক দলের প্রধান দুই নেত্রীর যে পরস্পর বিরোধী হিংসাত্মক বক্তব্য তার মধ্য দিয়ে প্রমানিত হয়েছে যে আমরা ঠিক আগের জায়গাতেই আছি। সরকারি দল বলেছে যে ভারত সয়র ১০০ ভাগ সফল হয়েছে।

বিরোধী দল বলছে১০০ ভাগ ব্যর্থ হয়েছে এই সফর। মূলত কোন কিছুই একশ ভাগ ব্যর্থও হয়না আবার সফলও হয়না। এর মাধ্যমে যেটা হবে তা হচ্ছে, বিরোধী দল রাজনীতির মাঠ গরম করার চেষ্টা করবে আর সরকারি দল যে কোন মূল্যে তা ঠেকাবে। রাজধানীর পল্টন, মতিঝিল, মৌচাক সহ শহরজুড়ে যানযট সৃষ্টির পথ তৈরী হবে। রাজপথ গরম করে নগরবাসিকে কষ্টে ফেলার চেয়ে সংসদে গিয়ে যৌক্তিক দাবী-দাওয়া আদায়ের চেষ্ট করলে সকলেই বেঁচে যায়।

সরকারি দলকে আরো আন্তরিক ও উদ্যোগী হওয়া দরকার। বিরোধী দলকেও ব্যক্তি স্বার্থের ঊর্ধে উঠে জনগনের কথা ভাবা দরকার।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.