আমাদের কথা খুঁজে নিন

   

ফেব্রিগাসের পেছনে ম্যানচেস্টার ইউনাইটেড

দলবদলের মৌসুমে এখন নতুন নতুন খেলোয়াড় দলে ভেড়াতেই ব্যস্ত ইউরোপের ক্লাবগুলো। আগামী মৌসুমে শিরোপা জয়ের লড়াইয়ে নামার আগে সবাই বাড়িয়ে নিচ্ছে নিজেদের শক্তিমত্তা। চুপচাপ শুধু ইংল্যান্ডের শীর্ষ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড। তবে এখন বোঝা যাচ্ছে, এই মৌনতা আসলে বড় কিছুরই পরিকল্পনা। ইংলিশ প্রিমিয়ার লিগ শিরোপাজয়ীদের নজর স্প্যানিশ তারকা সেস ফেব্রিগাসের দিকে।

বার্সেলোনার এই মিডফিল্ডারকে দলে ভেড়ানোর জন্য নাকি প্রায় ২৫৪ কোটি টাকার প্রস্তাব দিতে যাচ্ছে ম্যানচেস্টার ইউনাইটেড।
ফেব্রিগাসকে নিয়ে ম্যানইউর এই আগ্রহের খবরটি প্রকাশিত হয়েছে ইংল্যান্ডের শীর্ষস্থানীয় প্রায় সব কয়টি গণমাধ্যমে। ইতিমধ্যে বার্সেলোনার কাছে প্রস্তাবও দেওয়া হয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে সংবাদ সংস্থা প্রেস অ্যাসোসিয়েশন। তবে এ ধরনের প্রস্তাব সত্যিই এসেছে কি না, সে ব্যাপারে কোনো মন্তব্য করেনি বার্সেলোনা। ম্যানচেস্টার ইউনাইটেড ফেব্রিগাসকে পাওয়ার জন্য ৬১০ কোটি টাকা পর্যন্ত খরচ করতে রাজি বলে ইঙ্গিত দিয়েছেন ক্লাবটির প্রধান নির্বাহী এড উডওয়ার্ড।


ফুটবলের জগতে ফেব্রিগাসের উত্থানটা হয়েছিল ন্যু ক্যাম্পেই। বার্সেলোনার ফুটবলার তৈরির কারখানা লা মেসিয়া থেকেই বেরিয়ে এসেছিলেন এই স্প্যানিশ মিডফিল্ডার। মাত্র ১৬ বছর বয়সেই পাড়ি জমিয়েছিলেন ইংলিশ ক্লাব আর্সেনালে। গানারদের অধিনায়কত্বের দায়িত্বও পালন করেছেন বেশ কিছুদিন। ২০১১ সালের আগস্টে আবার ফিরে এসেছিলেন ছোটবেলার ক্লাব বার্সেলোনায়।

কাতালানদের সঙ্গে তাঁর বর্তমান চুক্তির মেয়াদ ২০১৬ সাল পর্যন্ত। টাইমস অব ইন্ডিয়া। ।

সোর্স: http://www.prothom-alo.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.