আমাদের কথা খুঁজে নিন

   

ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি চাই

ফুল সজ্জিত সুন্দর বাড়ি দুমড়ে- মুচড়ে যায় ইসরায়েলী রকেট লাঞ্চারে; নিষ্পাপ শিশু কিছু বুঝার আগেই পিতামাতাকে হারায়- পিতামাতা হারায় সন্তানকে। শীতে- রোগে কষ্ট পায় অগণিত মানুষ তাদের দিকে ধেয়ে আসে দখলের হিংস্র দানব- ইসরেয়েলী ট্যাংক। এ যেনো একবিংশ শতাব্দীতে রূপকথার সেই রাক্ষস যে ছিল রাজ্যের সব অশান্তির মূল। হে বিশ্বনেতারা- একবিংশ শতাব্দীতে কেনো দেখবো রূপকথার রাক্ষস? জেগে উঠুক মানবতা- মানুষের অধিকার আমরা প্রতিহত করি ইসরায়েলী রাক্ষসকে ফিরিয়ে দেই ফিলিস্তিনিদের অধিকার। বারুদ বোমা- বেয়নেটের বদলে গাজা উপত্যকা হোক ফুলে ফুলে সজ্জিত শিশুদের নিষ্পাপ হাসিতে মুখরিত। আমি বিশ্ব মানচিত্রে জোর করে মুছে দেওয়া ফিলিস্তিনিদের মানচিত্র ফেরৎ চাই- ফিলিস্তিন রাষ্ট্রর স্বীকৃতি চাই। সিলেট দুপুর-২.১০ ২২/০৯/২০

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।