আমাদের কথা খুঁজে নিন

   

মাতৃভূমির প্রতি

আধাঁরের বুকে লুকিয়ে থাকা রঙিন রঙের সুর গুলো- মা, বুকের মাঝে কষ্ট আছে একটু বুকে হাত বুলো। নিঃসঙ্গ রাতের প্রহরী যে আমি আমার এ পারায়- মা, দেখ না কুকুর গুলো আমায় দেখে ঘরঘরায়। আমার মনের স্বপ্নগুলো কেমন যেন সাদাকালো- মা, খুব ভয় করে যে একটু উঠে জ্বালো আলো। পৃথিবীটা উথাল পাথাল আর আমার জীবন এলোমেলো- মা, দেখেছ? নীল পাখিটা* আমার যে আজ সাথী হল। অনেক রাতে উঠে ভাবি চাঁদের আলোয় ভেসে যায়- মা, জানো কি আমায় দেখে চাঁদের আলো কমে হায়। একদিন আমি এমন ভাবে দুঃখ নিয়ে মরে রব- মা, জানবে দেহ থাকবে পড়ে আঁত্মা নিয়ে উড়ে যাব। *বেদনার রঙ নীল

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.