আমাদের কথা খুঁজে নিন

   

সংঘর্ষের পর বাস তুরাগে, নিহত ৭

মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে আশুলিয়ার বেড়িবাঁধ এলাকায় ধউড় টোলপ্লাজার কাছে এই দুর্ঘটনা ঘটে বলে পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে।
নদীতে পড়ে যাওয়া মিনিবাসটি ছয় ঘণ্টার চেষ্টায় দুপুরে তোলা হয়েছে। নদী থেকে সাতজনের লাশ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন উদ্ধারকারী অগ্নিনির্বাপক বাহিনীর স্টেশন অফিসার শফিউল্লাহ দিদার।
নিহতদের মধ্যে দুজনের পরিচয় মিলেছে। তারা হলেন- বাসটির চালকের সহকারী আব্দুর রহমান বাবু (৫০) এবং যাত্রী নবীউল্লাহ (৩২)।

নিহত সবাই পুরুষ।
গ্রামীণ সেবা পরিবহনের বাসটি টঙ্গীর আব্দুল্লাহপুর থেকে সাভারের নবীনগর যাচ্ছিল। সাভারের বাইপাইল থেকে আব্দুল্লাহপুরগামী নাঈমা এন্টারপ্রাইজের একটি বাসের সঙ্গে এর সংঘর্ষ হয়।
দুর্ঘটনার প্রত্যক্ষদর্শী ইলিয়াস আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বাস দুটির সংঘর্ষ হলে গ্রামীণ সেবা বাসটি রাস্তায় দুটি ডিগবাজি খেয়ে পানিতে গিয়ে পড়ে। ”
ওই সময় বাসের কয়েকজন যাত্রী ছিটকে রাস্তার ওপর পড়েন বলে জানান তিনি।


ওই এলাকার দোকানি রওশন আলী বলেন, একজন নারী ও শিশু রাস্তায় ছিটকে পড়লে তাকে হাসপাতালে পাঠানো হয়।
“পরে আমরা কয়েকজন ট্রলার দিয়ে বাসটি তোলার চেষ্টা করি। কিন্তু সম্ভব হয়নি। পরে ফায়ার সার্ভিসের লোক এসে কয়েকজনের লাশ উদ্ধার করে। ”
আশুলিয়া থানার উপ-পরিদর্শক রুহুল আমিন জানান,বাসটি তুরাগ নদীতে পড়ে পুরোপুরি পানিতে তলিয়ে যায়।

তাৎক্ষকিভাবে স্থানীয়দের সহযোগিতায় পুলিশ উদ্ধার অভিযান শুরু করে। পরে ফায়ার সার্ভিস ও নৌবাহিনীর ডুবুরিরা উদ্ধার অভিযানে যোগ দেয়।
বাসে অন্তত ২৫ জন যাত্রী ছিলেন বলে ইলিয়াসের ধারণা। তবে অগ্নি নির্বাপক বাহিনীর কর্মকর্তাদের ধারণা, এই সংখ্যা আরো কম ছিল।  
আহতের সংখ্যা ২০ বলে স্থানীয়রা জানান।

আহত বাসযাত্রীদের আশুলিয়ার ইস্ট ওয়েস্ট মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে ওই হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তা লক্ষ্মী চন্দ্র দাস জানিয়েছেন।  
দুপুর ২টার দিকে বাসটি নদী থেকে তুলে তুরাগ থানায় নেয়া হয়।
এটি তোলার পরও নদীতে তিন দফা নিখোঁজদের সন্ধান চলালো হয় বলে সাংবাদিকদের জানান উদ্ধার অভিযানে থাকা শফিউল্লাহ দিদার। তবে পরে আর কাউকে পাওয়া যায়নি।


সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.