আমাদের কথা খুঁজে নিন

   

এটিএম বুথে আক্রান্ত হলে..... করনীয়।

চিত্ত যেথা ভয় শূণ্য, উচ্চ যেথা শির / সেইখানে পরাজয়ে ডরে না বীর ! আপনারা কেউ যদি কখনো এটিএম বুথে আক্রান্ত হন, কখনই কোন ধরনের প্রতিবাদ করার চেষ্টা করবেন না। কারণ আপনি জানেন না আক্রামণকারী কত টা বেপরোয়া হতে পারে। আপনার যা করতে হবে তা হল, আপনার গোপন পিন নাম্বারটি উলটো করে পাঞ্চ করুন। উদাঃ যদি আপনার পিন নাম্বার হয় ১২৩৪, পাঞ্চ করুন ৪৩২১। যেই মুহূর্তে আপনি উলটো পিন পাঞ্চ করবেন, টাকা বের হবে ঠিকই, কিন্তু অর্ধেক বের হয়ে আটকে যাবে এবং আক্রমনকারীর অজান্তেই নিকটস্থ পুলিশ স্টেশানে সতর্কতা পৌছে যাবে প্রত্যেকটা এটিএম বুথে ই এ ধরনের ব্যবস্থা চালু আছে।

এই ব্যাপারটা সবাই জানে না। ফেবু থেকে লিঙ্ক পেয়ে জনস্বার্থে ব্লগে দিলাম। সবার কাজে লাগতে পারে ভেবে ফেবু তে পাওয়া তথ্য থেকে আমি এই পোস্ট টি দেই। তবে পোস্টে পড়া বিভিন্ন ব্লগারের মন্তব্য থেকে বুঝতে পারছি, আসলে বাংলাদেশে এরকম কোন ব্যবস্থা নাই। তো আপনারা যারা এখান থেকে অথবা ফেবু থেকে পোস্টে দেয়া তথ্য জেনেছেন, তাদের কে অনুরোধ করছি প্লিজ এরকম কোন কৌশল অবলম্বন করতে যাবেন না।

এটা সম্পুর্ণ ভুল একটা তথ্য। বাংলাদেশের এটিএম বুথ গুলো তে এ ধরনের কোন ব্যবস্থা চালু নেই।  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.