আমাদের কথা খুঁজে নিন

   

স্থূলতা হাড়ের রোগের ঝুঁকি বাড়ায়

স্বাস্থ্যবান স্থূলকায় ১০৬ জন নারী-পুরুষের দেহ স্ক্যান করে এ তথ্য পেয়েছে বস্টনের হার্ভার্ড মেডিকেল স্কুলের গবেষক দল।‘রেডিওলজি’ সাময়িকীতে গবেষণার ফল প্রকাশ করা হয়েছে বলে জানিয়েছে বিবিসি। দেহের স্ক্যান রিপোর্ট থেকে গবেষকরা জেনেছেন, স্থূলকায় মানুষদের পেট, নিতম্ব এবং উরু ছাড়াও পাকস্থলী, পেশী এমনকি অস্থি মজ্জার মতো আরো ভেতরের অংশেও চর্বি জমে থাকে। গবেষক ড: মিরিয়াম ব্রেডেলা বলেন, আপেল-আকৃতির যে সব মানুষের কোমরের চারপাশে ওজন বেশি তাদের হাড়ের ক্ষয়জনিত রোগে ভোগার ঝুঁকিও অনেক বেশি। চর্বিযুক্ত কোষগুলোতে অস্থিমজ্জা ছেয়ে যেতে থাকলে তা হাড়কে ভঙ্গুর করে তোলে বলে জানান ব্রেডেলা।মেরুদণ্ডে চর্বি জমলেও সেটি আর শক্তসমর্থ্য থাকবে না বলে জানান তিনি। ব্রেডেলা আরো বলেন, “একসময় মনে করা হত স্থূলতা হাড়কে সুরক্ষিত রাখে।কিন্তু গবেষণায় এ ধারণা মিথ্যা প্রমাণিত হয়েছে।” ফলে মুটিয়ে না গিয়ে বরং স্লিম থাকাটাই এদিক থেকে উপকারী বলে অভিমত গবেষকদের।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।