আমাদের কথা খুঁজে নিন

   

পৃথিবীরে রূপসী করিতে

এখন হাওয়ার রাত শেষ হয়ে গেছে, তবু কেনো হায় চেতনার চিল- তুমি জাগোনি এখনো! পরবাসী চিল তুমি তা'র ঠিকানা কি জানো? বুঁনো হাঁস হয়তো জানিবে- সুধায়ে হাঁসেরে তা'র খবর আনিবে; হৃদয়ের তার দিযে তা'র তরে গাঁতিয়াছি শঙ্খমালা। নিয়মের নিয়ামক আমাদের চোখে আজো গলির আঁধার আজও নিয়ম আছে, আজও বনে হরিণেরা বাঘের শিকার- তবু' কিছুটা বদরে গেছে নিয়মের পালা; পরিবার তন্ত্রের কাছে মানুষেরা কুকুর বেড়াল। তবুও সুদর্শনা, সুহাসিনী হয়ে ফিরে এলে যবে সুরঞ্জনার মতো না যেও হারায়, কমলা লেবুর ঘ্রাণ শ্যামলীর মুখ যুবক বাহুতে আজও শক্তি জোগায় বলে- তাহারা দুজন আজও দুজন কে ভালো না বেসে ভালোবাসার'ই মতন হৃদয়ে হৃদয় কাছে এসে দাঁড়ায়ে রয়েছে আজ- কিছুত হবেই অবশেষে। স্বপ্নের ধনিরা আজ মিশে গেছে জীবনের সাথে চৈতের রোদেলা সকালে আমাকে তুমি লয়ে- তুমি-আমি দুইজনে হেঁটে ছিনু, ধানক্ষেত শ্যামলের পথে- গিয়েছিনু 'স্বপ্নের ধনী' আর ‌‌'জীবনে ফুল' মিল হয়ে। ধান কাটা হয়ে গেছে বোশেখের রোদে এখন মাঠের বুকে হাওর জলধী- আর শিরীষের ডালপালা হলোদ বিকেল জীবনের মিতভাষণ আমাদের নারী আর নদী- লয়ে গজায় কবিতা, মানুষের জন্মের ইতিহাস প্রতিদিন লিখেদেয় আকাশ সবিতা। সুচেতনা হয়তো দূরেই গেছে চলে- সুরঞ্জনার চলা কোন আকাশে শেষ হবে জানিনাতো, সুহাসিনী এসে গেছে পৃথিবীরে রূপসী করিতে- চৈতে তাহার সাথে দেখা হয়েছিলো প্রথমতো; হয়তো আবার হবে অঘ্রান প্রান্তরে শিশিরের শীতে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.