আমাদের কথা খুঁজে নিন

   

অ্যা টেম্পল অফ দি ড্রিম।

দিনাজপুর বাংলাদেশের ঐতিহাসিক এলাকা গুলোর মধ্যে অন্যতম। কান্তজী-র মন্দির এর অবস্থান এই দিনাজপুরে। এটি উপমহাদেশিয় মন্দির স্থাপত্বের উজ্জল দৃষ্টান্ত এবং মৌলিকত্বের দাবিদার। ১৭০৪-১৭৫২ এর সময়ে দিনাজপুরের বিক্ষাত জমিদার মহারাজা প্রাননাথ এবং তার পালক পুত্র মহারাজা রামনাথ এই মন্দির টি তৈরি করেন। এই ৫০ ফিট বর্গক্ষেত্র গাছ-সংরক্ষিত ইট মন্দির একটি উচ্চ প্ল্যাটফর্মে নির্মিত। এই একটি নব-রত্ন মন্দির। একতলা এবং মন্দিরের প্রতিটি দ্বিতল এর ছাদ তাদের কোণে চার শিখর উপস্থিত এবং এর মাঝখানে ত্রিতল এর ছাদ কেন্দ্র শিখর এর ধ্বংসাবশেষ রয়েছে। সম্পূর্ণ মন্দির বাইরের পৃষ্ঠদেশে আছে টেরাকাটা প্লেট যা উদ্ভিদকুল ও প্রাণিকুল , জ্যামিতিক আকৃতি, রামায়ন এবং মহাভারত, সমকালীন সামাজিক দৃশ্যাবলী এবং স্বরচীত কাল্পনিকতা পৌরাণিক দৃশ্যাবলির সঙ্গে মিলিয়ে তৈরি কর। কান্তজি এর বিগ্রহ এর একতলা মন্দিরে এর ভেতরে রাখা হয়।  

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.