আমাদের কথা খুঁজে নিন

   

মানচিত্র

কোথাও আমার হারিয়ে যাবার নেই মানা,,,,,, সব যেন ছিঁড়ে ছিঁড়ে যায়-গীটারের তার , বেহালার সুর সব যেন ক্ষয়ে ক্ষয়ে যায়-পাথরের চোখ,কঠিন হৃৎপিণ্ড সব যেন ভেঙ্গে ভেঙ্গে পড়ে-আরণ্যক বিশ্বাস,সহজ প্রাণ। সব যেন হারিয়ে যায়-অন্ধকারে,বিস্মৃতির অতল গুহায়, কত মুখ,কত আশা,কত কথা,ভালবাসা বন্ধুত্ব,কত পথ,কত নদী,অরণ্য-সাগর জল চিন্তাহীন, ফলাফলহীন আবেগের তাড়না কঠিন করে দেয়, শুধু চেয়ে থাকা সময়ের পানে অপেক্ষা করা সহজ সমাপ্তির। ক্রোধ জল হয়ে আসে ব্যর্থতায়,কৃত ভুলে শহজ মানচিত্র সব কঠিন মনে হয়।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।