আমাদের কথা খুঁজে নিন

   

আসুন গণিত শিখি (বড় ধরনের গুন করার কিছু কৌশল)

আজকাল প্রায় সব প্রতিযোগিতায়-ই বলা হয়ে থাকে ক্যালকুলেটর নট এলাউ....তাই অংক করতে আমাদেরকে বড় ধরনের গুন করতে বেশ সময় লেগে যায় ....তাই সহজে অত্যন্ত ধ্রুততার সঙ্গে আমরা কিভাবে গুন করবো সেই কৌশলটি এখানে উল্লেখ করলাম...... যেমন ধরা যাক - ৭ x ৯ = ৬৩ এটাতো সাধারন নিয়মের মধ্যে পড়ে আর যদি এটিকে কৌশলে নিয়ে আসা যায় তাহলে দাড়ায় ৭ থেকে ১০ হতে কত লাগবে , ৯ থেকে ১০ হতে কত লাগবে..? যথাক্রমে লাগবে ৩ এবং ১ আর তা আমরা এইভাবে সাজিয়ে নিতে পারি... ৭ x ৯ = ? (৩) (১) এখন আমরা কৌনিক ভাবে সংখ্যাগুলো পরস্পর বিয়োগ করি...যেমন ৭-১=৬ , ৯-৩=৬, এখানে দুটো ফলই একই হলো আর সংখ্যাটি হলো ৬। এই ৬ ই হবে গুনফলটির প্রথম সংখ্যা আর দ্বিতীয় সংখ্যাটি হবে ব্রাকেটের ভিতরের সংখ্যা দুটির গনফল ..যেমন (৩) x (১) = ৩। তাহলে ফলাফল দাড়ালো একই অর্থাৎ ৬৩। এইবার আসা যাক বড় সংখ্যার গুনন..... ধরা যাক ৯৮ x ৯২ = ? এইখানে ধরতে হবে ৯৮ এবং ৯২ হতে ১০০ কত লাগবে...যথাক্রমে হবে (২) ও (৮) আর সেগুলো নিচে নিচে লিখি... ৯৮ x ৯২ = ? (২) (৮) এইবার কৌনিক সংখ্যাগুলো পরস্পর বিয়োগ করলে দাড়ায় , ৯৮-৮=৯০, ৯২-২=৯০, আর এটি হবে গুনফলটির প্রধম অংশ আর দ্বিতীয় অংশটি হবে (২) x (৮) = ১৬, তাহলে ফলাফলটি দাড়ালো ৯৮ x ৯২ = ৯০১৬ এইভাবে আমরা অত্যন্ত ধ্রততার সঙ্গে এখন গুনফল নামাতে পারি..... আরো চেষ্টা করে দেখুন দেখবেন বড় ধরনের গুনগুলো করতে এখন অনেক মজা পাবেন.... সকলকেই ধন্যবাদ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.