আমাদের কথা খুঁজে নিন

   

নির্বাক ধূসরলীন

পুরনো আমিটাই ভাল ছিলাম... মনে আছে সেদিনের কথা? সরল অভিমানে ভিজিয়েছি শিশুচোখ; জেনো, সেখানে একটুও ছিল না অভিনয়। পেয়েছিতো অনেক কিছুই, হয়তো এটুকুই ঢের হয়েছে পাওয়া- জেনেছি অবাঞ্চিতের খুব বেশি পেতে নেই। কেটেছে অগণন যুগল সময় মৌন অক্ষরে প্রশ্রয় হাসিমুখ, বাইনারি করতলে স্নেহডোর বন্ধন হয়েছে বিষাক্ত অভিযোগে নির্বাক ধূসরলীন। পথে যেতে দেখা হল এইতো সেদিন, যেতে যেতে কথা হল যতটুকু- দেখিনি শুদ্ধ মমতার নিচে কাব্য-কবিতায় অযাচিত পরিহাস। বিশ্বাস জমিয়েছি শুরু থেকে শেষ ভাবিনি নিজেই ডুবে যাব করুণায়, শ্রদ্ধার প্রতিমায় পড়েনি এতটুকু দাগ শুধু বুঝিনি নিজেই হয়ে যাব অচ্ছুৎ। যে পথ ছিল ঋজু মসৃণ- একদিন ঝড় এসে নাড়িয়ে দিল খুব, অচেনা আবেগে হয়েছি রুদ্ধশ্বাস চেপে রেখেছি ফুলে ওঠা অশ্রুপ্লাবন; ভাবিনি ঝড়ের হয়নি এখনো তৃপ্তি পুরোটা না ভেঙ্গে যাবেনা করেছে পণ। জ্বলন্ত আঘাতে হয়েছি জর্জর, বুঝিনি কাঁপা হাতে কখন উঠে গেছে খড়গ; অভিমানটুকু হয়ে উঠেছে আক্রোশ, আমার নেশায় ফিনকি দিয়েছে রক্তরঙ। বারবার হেরে গিয়ে অবশেষে, ক্ষমার সব পথ রুদ্ধ করে- হয়ে গেছি চূড়ান্ত খুনি। -------------------------- আমার একটা ইরেজার দরকার; জীবনের মাত্র দুইটা দিন মুছে দেব।  

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।