আমাদের কথা খুঁজে নিন

   

নির্বাক

:)সম্পর্ক হল পাখির মত। শক্ত করে ধরলে মরে যায় আর হালকা করে ধরলে উড়ে যায়। আমি জানি না। কি বলবো এখন, আমার কথা না, আমার সপ্নের কথা সম্ভবত পারব না একটা কথা বলতেও। পারবে না বুঝতে হয়তো কিছু কথা, কিছু বেথার জন্মই তো হয় না বোঝার জন্য।

এগুলোর সৃষ্টি শুধুই ঝোরে পরার জন্য। কিন্তু এই ঝোরে পরা বৃষ্টিতে সিক্ত হয় না কেউ। শুধু আমাকেই ভেজায় যেন, আমি কিন্তু চেয়েছিলাম যেনও কখনই বৃষ্টি না ঝোরে এই আকাশে। কিন্তু কখন যে মেঘ এসে জড়ো হয়েছিলো ওই ইশান কোনে বুঝিনি আমি। তারপর ঝড়ের শব্দে কেপে উঠেছি আর মনে নেই আমার।

এখন আমি এক ক্লান্ত নাবিক, উত্তাল এ সাগর এঁর বুকে একমুঠো স্বপ্ন ছাড়া কিছুই নেই আমার। । ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।