আমাদের কথা খুঁজে নিন

   

হলিউডে হিরোগিরি!

নিপুণ লেখনীর শানিত গর্জন / লিখব আজ নিপুণ কথন হলিউডের অ্যাকশন ছবি দেখতে দেখতে মাঝে মাঝে নিজেই গোলক ধাঁধায় পড়ে যাই! হিরো যখন উঁচু জায়গা থেকে লাফিয়ে পরেও সামান্য একটু "উফ" শব্দটাও করেনা এবং হাত-পা নিয়ে আস্ত থাকে, কিংবা বৃষ্টি ধারার মতো গোলাগুলির মাঝেও সে যখন "আমি জানি তুমি গুলি কোথায় করবে" টাইপের ভাব নিয়ে ঝাঁপিয়ে পরেও গুলি খায় না, তখন আমি কেন, যে কেউ এই অ্যাকশন হিরোদের মৃত্যু কেন, গায়ে সামান্য টোকা লাগা নিয়েও সংশয়ে পরে যাবেন! (মনে হচ্ছে, এইমাত্র দুনিয়ার সবচেয়ে বড় যৌগিক বাক্য লিখে ফেলেছি আমি, হলিউড হিরো স্টাইলে!) যাহোক, হলিউড হোক আর বলিউড, ব্যাপারটা এমন যেন সবসময় হিরোই জিতবে । হিরোর প্ল্যানই সবসময় সফল হবে এবং এই প্ল্যানেরও আবার প্ল্যান এ প্ল্যান বি থাকবে । একটায় কাজ না করলে আরেকটা । চোখের সামনে দেখালো কেউ গাড়িসহ ব্লাস্ট হল, ভাবলাম গেল বুঝি সে এযাত্রায় । পরক্ষনেই দেখা গেল, কোন এক বিশেষ উপায়ে সে আগুনের ভেতর থেকে ঠিকই অক্ষত অবস্থায় বের হয়ে এসেছে! আর এই হিরোরা ভীরের রাস্তায় যতই জোরে গাড়ি চালাক, গারিতে একটা টোকাও লাগবে না । ভাবটা এমন, যেন দুনিয়া তার হিরোগিরি দেখার জন্য সব কিছু তার অনুকূলেই নিয়ে বসে আছে! এসব দেখে দেখে আমারও ইদানীং হিরো হতে মন চায় । মন চায়- আমারও হট হিরোইন থাকুক, আর আমি বিশ্বের নামি-দামি শহরের রাস্তায় তারও চেয়ে দামি গাড়ি নিয়ে আমার হিরোইনকে নিয়ে লং ড্রাইভে যাই! এটা যখন ভাবছি, তখন স্বপ্ন দেখার সময় হয়ে এলো । ঘুমাতে যাই । সবাইকে শুভ সকাল ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.