আমাদের কথা খুঁজে নিন

   

আয়কর রিটার্ন দাখিলের সময় বাড়ানো হবে না

সত্যেকে ভালোবাসি এবার আয়কর রিটার্ন দাখিলের সময়সীমা ৩০ সেপ্টেম্বরই বহাল থাকছে। প্রায় প্রতি বছর সময়সীমা বাড়ানো হলেও এবার বাড়ানো হবে না বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান ড. নাসির উদ্দীন আহমেদ। গতকাল এনবিআর’র সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। আয়কর অধ্যাদেশ অনুযায়ী, প্রতি বছর সেপ্টেম্বর মাসজুড়ে আয়কর বিবরণী জমা নেয়া হয়। তবে বিভিন্ন মহলের দাবির মুখে প্রতি বছরই এ সময়সীমা বাড়ানো হয়ে থাকে।

এবার সময়সীমা না বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে এনবিআর। গত বছরও সময়সীমা বাড়ানো হবে না বলা হয়েছিল, তবে বিভিন্ন মহলের দাবির মুখে পরে এক সপ্তাহ বাড়ানো হয়। এ পরিপ্রেক্ষিতে এনবিআর চেয়ারম্যান বলেন, আয়কর বিবরণী জমা দেয়ার নির্ধারিত সময়সীমা ৩০ সেপ্টেম্বর। এ বছর এটি আর পরিবর্তন হবে না। ৩০ সেপ্টেম্বর শুক্রবার হলেও সেদিন কর কার্যালয়গুলো খোলা থাকবে।

তাছাড়া সেদিন ব্যাংক খোলা রাখার ব্যাপারে কেন্দ্রীয় ব্যাংকও ইতিবাচক সাড়া দিয়েছে বলে তিনি জানান। ড. নাসির উদ্দিন আহমেদ বলেন, এ বছর দেশের ৬৪টি জেলা ও ৬ সিটি করপোরেশনে ৩৫০ জনকে সম্মাননা দেয়া হবে। তাছাড়া আয়কর দিবসের দিন প্রতি জেলা ও সিটি করপোরেশন থেকে তিনজন সর্বাধিক আয়করদাতা ও দীর্ঘদিন ধরে আয়কর দেয়া দুজনকে পুরস্কৃত করা হবে বলে জানান তিনি। সংবাদ সম্মেলনে জানানো হয়, জাতীয় আয়কর দিবস-২০১১ উপলক্ষে আজ সকাল ৮টায় এনবিআর প্রাঙ্গণ থেকে অর্থমন্ত্রীর নেতৃত্বে শোভাযাত্রা বের হবে। বেলা ১১টায় বেইলী রোডের অফিসার্স ক্লাবে এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভাতেও তার উপস্থিত থাকার কথা রয়েছে।

এছাড়া আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ছয় দিনব্যাপী আয়কর মেলা ২০১১ আয়োজন করা হয়েছে। ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, সিলেট ও বরিশালেও এ মেলা অনুষ্ঠিত হবে। ড. নাসির উদ্দিন বলেন, গত বছরের অভিজ্ঞতার আলোকে এ বছর মেলার আয়োজন ও আকার বাড়ানো হয়েছে। আশা করা হচ্ছে, লক্ষাধিক নতুন আয়করদাতা পাওয়া যাবে। এ বছর মেলা থেকে আয়কর আদায়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে তিনশ’ কোটি টাকা।

এনবিআর চেয়ারম্যান বলেন, গত বছর আয়কর মেলায় মোট ৫২ হাজার ২১৩ জন করদাতা আয়কর রিটার্ন জমা দেন। তাতে রাজস্ব আদায় হয়েছিল ১১৩ কোটি টাকা। এ বছর আয়কর মেলায় তাত্ক্ষণিকভাবে টিআইএন (করদাতা শনাক্তকরণ নম্বর) দেয়া হবে বলে জানান তিনি। এছাড়া এনবিআর ওয়েবসাইটে বিদ্যমান ট্যাক্স ক্যালকুলেটর সফটওয়্যার ব্যবহার করে আয়কর পরিগণনার ব্যবস্থা, সোনালী ও জনতা ব্যাংকের দুটি বুথে আয়কর জমাদানের ব্যবস্থা, করদাতাদের সুুবিধার্থে ইন্টারনেটসহ বিভিন্ন ব্যবস্থা, আয়কর রিটার্ন ফরম পূরণ, নির্দেশিকা, আয়কর সম্পর্কিত তথ্যকণিকা ইত্যাদি সরবরাহ এবং মহিলা করদাতা, প্রতিবন্ধী করদাতা ও প্রবীণ করদাতাদের জন্য পৃথক কাউন্টারের ব্যবস্থা রাখা হয়েছে বলে জানা গেছে সূত্র: View this link ।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.