আমাদের কথা খুঁজে নিন

   

Flying Fish এর ছবি দেখবেন?

Flying Fish nনামটা নিশ্চয় অনেকের কাছে পরিচিত। saintmartin যাদের যাওয়ার সুযোগ হয়েছে তাদের আশা করি খাওয়ার ও সুযোগ হয়েছে। নাম শুনে আমিও আগে ভাবতাম এরা আসলেই কি উড়তে পারে? গর বছর saintmartin বেড়াতে গেছিলাম। আগে বন্ধুদের কাছে শুনেছিলাম যাওয়ার পথে জাহাজ থেকে নাকি ডলফিন দেখতে পাওয়া যায়। ডলফিনের ছবি তোলার আশায় কড়া রোধের মাঝে ও সামনের ডেকে ক্যামেরা হাতে বসে রইলাম।

দেখা ও মিললো। কিন্তু আমার এই সাধারন ক্যামেরা তাক করার আগেই পানির নিচে হাপিস হয়ে গেলো। মন খারাপ করে বসে রইলাম আর আফসোস করতে লাগলাম কখন একটা ভালো ক্যামেরা কিনতে পারবো। তখন হটাত করে সামনের ডেকের সাথে কিছু একটা ধাক্কা খাওয়ার আওয়াজ শুনলাম। তারপর দেখলাম কিছু একটা পানির উপর দিয়ে ছুটে পালাচ্ছে।

সাথে সাথে ক্যামেরা ক্লিক করলাম। নিশ্চিত ছিলাম ছবি উঠে নাই, তাই চেক ও করি নাই। পরে শুনলাম ওটাই নাকি flying fish. পরে রুমে এসে এই ছবি খানা দেখে আমার আনন্দ দেখে কে? হয়তো অত পরিস্কার না, কিন্তু নিজের হাতে তোলা বলে কথা। দৌড়ানোর ভঙ্গি দেখে একে flying না বলে running fish বলাই মনে হয় ভালো। সময় থাকলে ঘুরে আস্তে পারেন আমার ফটোস্ট্রীম ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।