আমাদের কথা খুঁজে নিন

   

মন্ত্রনালয়

আমি আমার মতই বাঁচি, আমি বিহঙ্গ, নিঃসঙ্গ পাখি । আজ Dept. এর Seminar বসে আড্ডা দিচ্ছিলাম । আড্ডার টপিকের তো কোনো দিক-বেদিক নাই । হটাত কে যেন বলল আমি প্রধান মন্ত্রী হলে এটা করতাম, ওটা করতাম । তো ভাব্লাম আমার batch দিয়া যদি বাংলাদেশ সরকারের একটা মন্ত্রী সভা করা যায় তো কেমন হয় । কে কোন পদ পাবে এই নিয়ে অনেক আলোচনা-চিল্লাপাল্লার পর আমাদের batch এর মন্ত্রী সভা অনেকটা এই রকম হলো – ইমরান – স্বরাষ্ট্রমন্ত্রী ( my dear type ছেলে ) সাজু – নারী ও শিশু বিষয়ক মন্ত্রনালয় ( নারীর টান বড় টান ) সাব্বির – প্রেম ও BRB বিষয়ক মন্ত্রনালয় ( মাসে মাত্র ৮০০০ টাকা মোবাইল বিল দেয় ) জেমস – পরিবার পরিকল্পনা মন্ত্রনালয় ( সাথে সব সময় Protection থাকে ) সঞ্জয় – প্রানি বিষয়ক মন্ত্রনালয় ( ইনাদের হলের ডালে পাওয়া ইদুরদের ইনি খুব ভালবাসেন ) মনির – পাখি বিষয়ক মন্ত্রনালয় ( মুরগি নাই তো জীবন নাই ) বিপুল – চলচ্চিত্র বিষয়ক মন্ত্রনালয় ( পাই টাইপ হলে তো কথাই নাই ) মামুন – যুব ও ক্রিড়া মন্ত্রী ( যদিও এখন হাত-পা ভাঙ্গা ) নেলসন – শিক্ষা মন্ত্রনালয় ( কোচিং সেন্টার is the best ) আপেল – চিফ হুইপ ( কাজ কাম নাই তাই চিফ হুইপ, আর কান্টিন থেকে বাকি খাওয়ার অভ্যাস আছে ) হাসান – স্বাস্থ্য ও খাদ্য বিষয়ক মন্ত্রনালয় ( মোটু ) আবু হাসান – বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক মন্ত্রনালয় ( এর উচিত ছিল engineering পড়া, আমাদের একমাত্র hacker ) সুমন – পরিবহন মন্ত্রনালয় ( সাইকেল জিন্দাবাদ ) বায়জিদ ভাই – দুস্থ ও বৃদ্ধ পুনর্বাসন মন্ত্রনালয় (Narcotic & Ganja related affairs) বায়জিদ – পানি মন্ত্রী ( ব্যাগ এ মাম এর বোতল সারা জীবন রাখে ) মোশাররফ – বাণিজ্য মন্ত্রনালয় ( যে ব্যাবসা করে ওইটা তেই লস খায় ) কলি – পররাষ্ট্র মন্ত্রনালয় ( দেশের বাইরে যোগাযোগ ভালো, মানে সব বাইরের ছেলেদের সাথে টাঙ্কিবাজি করে ) রুবা – ধর্ম মন্ত্রনালয় ( এই পদটার জন্য ইনি ছাড়া আর কেউ perfect নন ) ইতি – বস্ত্র মন্ত্রনালয় ( পর্দাশীল মহিলা, কাপড়ের দোকান ) আব্দুল্লাহ – ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রনালয় ( উদ্বাস্তু, মাসের ১৫ দিন অন্যের হলে থাকে ) পলাশ – কৃষি মন্ত্রনালয় ( এক মাত্র ইনারই মাঠে কাজ করার আভিজ্ঞতা আছে ) মাসুদ – নৌ পরিবহন ও বন মন্ত্রী ( সুন্দর বনের বনদস্যু ) রনি – লেট নাইট বিষয়ক মন্ত্রনালয় (১৮+) সাথী – বিবাহ মন্ত্রনালয় ( এই বিষয়ে ইনার খুব আগ্রহ ) শরিফা – উপদেষ্টা পরিষদ মাসুম – বিরোধী দলীয় প্রধান ( ইনার আঙ্গুল ছয়টা, ষষ্ঠ আঙ্গুল্টা অন্যের পশ্চাত দেশে দিতে পছন্দ করেন ) সবশেষে আমি, কুশল – সংস্কার পন্থী নেতা , তাই কোনো পদ নাই ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।