আমাদের কথা খুঁজে নিন

   

সরকারের ২ বছরে সফল ও ব্যার্থ মন্ত্রনালয় কোনগুলো ?


আগামীকাল ৬ জানুয়ারি আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট সরকারের দুই বছর পূর্ণ হচ্ছে। সরকারের সফলতম ও ব্যার্থতম মন্ত্রনালয় আপনার কাছে কোনটি এবং কেন মনে হয় ? খুব সম্ভবত আজ না হলে আগামিকাল মাননীয় প্রধানমন্ত্রী জাতীর উদ্দেশ্যে ভাষন দেবেন । এইচ.টি.ইমামের নেতৃত্তে একটি টীম কাজ করে এই ভাষন তৈরী করেছেন । বিশদ সাফল্যের কথা জাতীর সামনে মাননীয় প্রধানমন্ত্রী তুলে ধরবেন । কিছু ঘটনা এবং ছাত্রলীগকে বাদ দিলে এই সরকার বাংলাদেশের স্বাধীন তার পরে সফলতম সরকার এখন ও পর্যন্ত ।

যারা এই সরকারকে বিব্রত ও বিতর্কিত করেছে -- ** স্বরাষ্ট্র প্রতি-মন্ত্রী তানজীম সোহেল তাজ ** ভোলা-৩ আসনের এমপি নুরুন্নবী চৌধুরী শাওন **পটুয়াখালী-৩ আসনের গোলাম মাওলা রনি **কক্সবাজার-৪-এর আবদুর রহমান বদি **চট্টগ্রাম-১০ আসনের এম আবদুল লতিফ **ঢাকা-১৬ আসনের ইলিয়াস উদ্দিন মোল্লাহ **ময়মনসিংহ-১০ আসনের গিয়াস উদ্দিন আহমেদ **যশোর-১-এর শেখ আফিল উদ্দিন এবং **পাবনা-৫ আসনের গোলাম ফারুক খন্দকার প্রিন্স সরকার গঠনের সাথে সাথেই আবোল তাবোল কথাবার্তা বলে সরকারকে বিব্রত করা শুরু করেন বাণিজ্যমন্ত্রী লে. কর্নেল (অব.) ফারুক খান । উনি এখনও দ্রব্যমুল্যের লাগামের দেখা পাননি তো টানবেন কি করে ? উনার মিল মালিকদের পেছনে গোয়েন্দা লাগানোর সূত্র ছিল অভূতপূর্ব । সারা বিশ্বে যেদিন সয়াবিনের দাম লিটারে ৫ টাকা কমে সেদিন এক লাফে ১৫ টাকা লিটারে বেরে গেলে উনিও সবাইকে ডেকে ধমক দিছে । তার পরে দাম আবারও বারছে ! জঙ্গি ইস্যুতে স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুন , নিয়োগ-প্রক্রিয়া নিয়ে প্রধানমন্ত্রীর স্বাস্থ্য উপদেষ্টা ডা. সৈয়দ মোদাচ্ছের আলী । সৈয়দ মোদাচ্ছের আলী গোপালগঞ্জে এক আলোচনা সভায় বলেন, কমিউনিটি ক্লিনিকগুলোতে ভবিষ্যতে যে ১৩ হাজার ৩৫০ জন কর্মচারী নিয়োগ দেওয়া হবে, তাতে দলীয় লোকের বাইরে একজনকেও চাকরি দেওয়া হবে না।

কোনো কর্মকর্তা এ সিদ্ধান্ত উপেক্ষা করলে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। বাংলা বিহার উড়িষ্যার ইতিহাসে এত ফালতু লোক কোনদিন মন্ত্রী মিনিষ্টার তো দূরে থাক মন্ত্রী মিনিষ্টারগো চেলা বেলাও হয়নাই । ছাত্রলীগের কোন্দলে বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়সহ ৪৮টি শিক্ষাপ্রতিষ্ঠান বিভিন্ন মেয়াদে বন্ধ করা হয়। আর আওয়ামিলীগ লীডেড মহাজোট সরকারে ইনু , মেনন এদের থাকা উচিত ছিল , তবে এখনও রাখার সময় আছে । এছারাও খুজলে আরও দোষ পাওয়া যাবে এই সরকারের ,অলরেডি সেইটা নিয়া একটা গোষ্ঠী বা মহল ( )গবেষনা করে যাচছে নিরলস ।

কাল পর্যন্ত অপেক্ষা করা লাগবেনা আজ রাত ১২ টা বাজার সাথে সাথে নেংটি মাইর‌্যা নাইম্যা যাবে হামলাইতে , উগরাইতে - হামলাবে , কোচকাবে , গোংরায় গোংরায় মচ্ছব শুরু করে দেবে । তবে যে যাই বলুক এই সরকার আগের জামাত-বিএনপির থেকে অনেক ভাল কাজ করে যাচ্ছে এবং আরো ফাইন টিউনিং আমরা আশা করি আর তা সম্ভবও । জয় বাংলা জয় বংগবন্ধু জয় হোক মেহনতী মানুষের ।
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.