আমাদের কথা খুঁজে নিন

   

ভাইজান হেল্পান

আমি প্রকৌশলী। তবে কৌশল করে কিছু করতে চাই না। আমার নীতি হল স্পষ্ট কথায় কষ্ট নেই। আর বেশী কিছু বলার নেই। কারন, আমি কথা কম বলতে ভালবাসি। আমার অনেকদিনের ইচ্ছা দ্যাশের সীমান্ত দেখার ৷ মায়ানমার আর ইন্ডিয়া দুইটা দ্যাশের সীমান্তই দেখার শখ ৷ কোনো ভাইজান বা আপা কী মেহেরবানী করে বলতে পারেন যে, অন্য দ্যাশের মধ্যে যাইতে না চাইলেও শুধু সীমানা দেখার জন্য কী কোনো বর্ডারে যাওয়া যায়? আমি সীমা পার হমু না খালি দেখুম মাইনষজনের পারাপার, মালপত্র আমদানী রপ্তানী, মুদ্রা বিনিময়, দুই দ্যাশের সীমান্ত রক্ষী, চেকপোষ্ট, দুই দ্যাশের পতাকা এইসব৷ হের লাগে "বি. ডি. আর" বা "বি. এস. এফ" বা বর্মী সেনা পুলিস কী কিছু কইতে পারে? সেনা আর পুলিস মামাগো (সে যেই দ্যাশেরই হোক) বড় ডর লাগে ৷


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।