আমাদের কথা খুঁজে নিন

   

ভাগ্য ভালো যে জয় ভাইজান দেশে থাকেন না

থেমে যাবো বলে তো পথ চলা শুরু করিনি।

আপনাদের মনে আছে সেই বিখ্যাত দৃশ্যের কথা? প্রায় সব জাতীয় দৈনিকের প্রথম পাতায় ছাপা সে ছবিটি ছিল ২০০২ বা ২০০৩ সালের দিকে। আওয়ামী লীগের হরতালে তারেক আর কোকো দুইভাই তাদের সাঙ্গপাঙ্গ নিয়ে ক্রিকেট খেলছেন। সেই হরতাল উপলক্ষে পুলিশ ঢাকার প্রবেশের প্রতিটি দুয়ারে এমন ভাবে জেঁকে বসেছিল যেন কাউকে সন্দেহ হলেই গ্রেফতার করা যায়। ফল হয়েছিল করুণ।

গ্রাম বা মফস্বল থেকে আসা কর্মীরা আটকা পড়ে যায় পুলিশের জালে। পরে তাদেরকে ছাড়াতে স্বজনদের দৌড়াতে হয়েছিল থানাতে। আর থানাতে, আপনারা ভাল করেই জানেন, কাউকে ৫৪ ধারাতে আটকালে এবং তাকে ছাড়াতে হলে কি পরিমানের টাকা লাগে। সেই হরতালে আওয়ামী লীগের লাভ হয় নাই কিছুই। তারা ২০০৯-এর আগে ক্ষমতায় আসতে পারে নাই।

একই ভাবে, ৩০ নভেম্বর তারিখের হরতালের আগে ও পরে গণ-গ্রেফতার হয়েছে অনেকেই, এবং তাদের ক্ষেত্রে সেই সাত বছর আগের ঘটনার পুনরাবৃত্তি ঘটেছে। মূল কথাটা হচ্ছে, আমারা কেউই বদলাই নাই। যদিও জানুয়ারি ২০০৭ থেকে ডিসেম্বর ২০০৮ পর্যন্ত সরকারের কাজের প্রতি ব্যপক সমর্থন দেখেই আওয়ামী লীগ 'দিন বদল'-এর শ্লোগান তুলে ভোটের বাক্সে বিপ্লব ঘটাতে পেরেছিল। এর পরের ঘটনা আমাদের সবারই জানা, কেননা তা আমাদের চোখের সামনে ঘটেছে। তাই বলি, ভাগ্য ভাল আমাদের সামনে জয় ভাইজান নাই।

থাকলে তিনিও তারেক ভাইজানের মত ভাগ্য বরন করতেন। শেখ হাসিনা আপাতত ছেলেকে বিদেশে তার বৌমা ক্রিস্টিনার কাছে রাখলেই দুর্নাম কম কুড়াবেন। জয় ভাইজান ঐ দেশে বসে যাই করুন না কেন, হরতালের দিন সাঙ্গপাঙ্গ নিয়ে তো আর বেস বল খেলতে মাঠে নামতে পারছেন না।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।