আমাদের কথা খুঁজে নিন

   

টঙ্গীতে ৩ গাড়িতে আগুন

বৃহস্পতিবার রাত পৌনে ৮টার দিকে কলেজ গেইটের সামনে এই ভাংচুরের জন্য জামায়াত-শিবির কর্মীদের দায়ী করেছে পুলিশ।
জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল কামারুজ্জামানকে মৃত্যুদণ্ডের রায় বুধবার দুপুরে দেয়ার পর সন্ধ্যায় জামায়াত রোববার হরতালের কর্মসূচি ঘোষণা করে।
রায়ের পর বিকালে চট্টগ্রামে একটি বাসে আগুন দেয়া হয়। সিলেটে জামায়াতের মিছিল থেকে ভাংচুর হয়। কামারুজ্জামানের জেলা শেরপুরে সড়ক অবরোধের চেষ্টা চালায় শিবিরকর্মীরা।


টঙ্গীতে গাড়িতে আগুন দেয়া হলে অগ্নিনির্বাপক বাহিনী গিয়ে তা নেভায়।
বাহিনীর টঙ্গীর স্টেশন কর্মকর্তা মো. জাকির হোসেন বলেন, গাড়িগুলোর অধিকাংশ অংশই পুড়ে গেছে।
টঙ্গী থানার ওসি কাজী ইসমাইল হোসেন বলেন, আগামী রোববারের হরতাল সমর্থনকারীরা গাড়িতে আগুন দিয়েছে।
এদিকে কামারুজ্জামানের রায় প্রত্যাখ্যান করে জামায়াত-শিবিরকর্মীরা ফতুল্লার কাশীপুর এলাকায় ঝটিকা মিছিল থেকে কয়েকটি যানবাহন ভাংচুর করে এবং একটি কাভার্ডভ্যানে আগুন ধরিয়ে দেয়ার চেষ্টা চালায়।
এই কারণে ঢাকা-নারায়ণগঞ্জ-মুন্সীগঞ্জ সড়কে প্রায় ১০ মিনিট গাড়ি চলাচল বন্ধ থাকে।


ফতুল্লা মডেল থানার ওসি আকতার হোসেন জানান, পুলিশ গেলে ভাংচুরকারীরা পালিয়ে যায়।

সোর্স: http://bangla.bdnews24.com     দেখা হয়েছে ১০ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.