আমাদের কথা খুঁজে নিন

   

টঙ্গীতে জোড় ইজতেমা শুরু শুক্রবার

গাজীপুর টঙ্গীতে বিশ্ব ইজতেমার পাঁচদিনব্যাপী জোড় ইজতেমা শুরু হচ্ছে আজ শুক্রবার জুমার নামাজের পর। স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে গাজীপুর ও টঙ্গীর বিভিন্ন মসজিদ ও মাদ্রসার ছাত্র, শিক্ষক, মুসল্লিরা চট দিয়ে প্যান্ডেল নির্মাণ করেছেন। ইতিমধ্যে দেশের বিভিন্ন স্থান থেকে মুসল্লিরা আসতে শুরু করেছে। পাঁচদিনের এই জোড় নেওয়ালী জামাতে পাঁচ হাজার মুরব্বীর মাধ্যমে কয়েক লাখ মুসল্লি অংশগ্রহণ করবেন বলে জানা গেছে।

তিন চিল্লা এবং হাল্কা ওয়ারি অনুষ্ঠানে জুমার দিন বয়ান এবং মোনাজাত করবেন দিল্লির মাওলানা জুবায়ের হাসান,মাওলানা রবিউল ইসলাম,মাওলানা ওয়াসিব হুসাইন।

বিদেশী মেহমানরাও এই জোড় ইজতেমায় অংশগ্রহণ করবেন। জামায়াতের অন্যতম সহযোগী আমির মো.জামির আলী জানান,গত বছরের ন্যায় এবারও দু’পর্বে শুরু হবে বিশ্ব ইজতেমা। আর এ বিশ্ব ইজতেমার প্রস্তুতি হিসেবে জামাতভুক্ত পুরাতন সাথীদের নিয়ে প্রতি বছরের ন্যায় এবার বার্ষিক জোড় ইজতেমা শুরু হয়েছে। টানা পাঁচদিন জোড় ইজতেমা শেষেই বিশ্ব ইজতেমার প্যান্ডেলসহ যাবতীয় কাজ শুরু করা হবে।

আগামী বছরের জানুয়ারি মাসে অনুষ্ঠিত হবে দুই পর্বে ছয়দিনব্যাপী  বিশ্ব ইজতেমা।

প্রথম পর্বের তিনদিনের ইজতেমা শুরু হবে ২৪ থেকে ২৬ জানুয়ারি। আর ফেব্রুয়ারিতে দ্বিতীয় পর্বের আখেরি মোনাজাতের মধ্য দিয়ে সমাপ্ত হবে বিশ্ব ইজতেমা।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.