আমাদের কথা খুঁজে নিন

   

বুদ্ধিজীবি হত্যায় জামাতের ভুমিকা আদালতে প্রমাণিত হলো

মুজাহিদের ফাঁসীর রায়ে ১৯৭১ সালের গণহত্যায় জামাতের সম্পৃক্তির কথা ৫ম বারের মত এসেছে। কিন্তু সব থেকে বড় কথা হচ্ছে যেটা জামায়াতে ইসলামী এবং তাদের ছাত্র সংগঠণ ইসলামী ছাত্র শিবির সব সময় অস্বীকার করে এসেছে, সেই বুদ্ধিজীবি হত্যায় জামাতের সরাসরি সম্পৃক্তি আদালতে প্রমাণিত হয়েছে। ব্লগের সেই পুরনো দিনে জামাতের ব্লগার ধানসিড়ি, ওয়ালি, ওয়ামি, দাদা, আস্তমেয়ে, সন্ধ্যাবাতি, মলি, শর্মি, পল্লব মুনতাকা, হলদে ডানা, ত্রিভুজ, শাওন, তেলাপোকা, মাহমুদ রহমান, আশরাফ রহমান, ফজলে এলাহী মুজাহিদ, ইছামতির পাড়ে, খোমেনি ইহসান, বিদ্রোহী, কাস্তের মত চাঁদ, সাইমুম, ইবনে সালাম, বিবেক সত্যি, সততার আলো, আওরঙ্গজেব, বজলু মহাজন, বুড়া শাহরিয়ার, নিপুপাওয়ারফুল, ফারজানা মাহবুবা, উম্মু আব্দুল্লাহ, মাহবুবা রহমান, অন্যরকম সহ এই লিস্টের সবাই এবং পরবর্তী প্রজন্মের আরো অনেক ছাগুসমর্থক ও ছাগুবান্ধব ব্লগাররা যে কথাটা বারে বারে অস্বীকার করে এসেছে, সেই অভিযোগটাই আজকে আদালতে প্রমাণিত তথ্য। এখন যদি কেউ বলে যে, জামাত ১৯৭১ সালের গণহত্যায়/বুদ্ধিজীবি হত্যায় জড়িত ছিল না তবে সেটা আদালত অবমাননার সামিল হবে। এখন সময়ের দাবী একটাই। জামাত নিষিদ্ধ করতে সরকারের উপর চাপ সৃষ্টি করুন। ব্লগে যত মুক্তিযুদ্ধ সমর্থক ব্লগার আছেন জামাতপন্থীদের প্রতিটা পোস্ট রিপোর্ট করুন এবং মন্তব্যের বক্সে "জামাত নিষিদ্ধ করতে হবে" লিখে আসুন। সরকার জামাত নিষিদ্ধ করুক আর না করুক ব্লগে যেন জামাত সমর্থকরা অশান্তিতে থাকে। জয় বাংলা।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.