আমাদের কথা খুঁজে নিন

   

সাভাবিক.................. তবু মানতে চাই না

ছুটে চলাই যথন ইচ্ছে তথন একলাই খুঁজতে চাই নিজেকে.... পাবার জন্য নয়... শুখু নিজেকে না হারানর জন্য নিজের সাথে নিজের বোঝাপরা হয়ে ওঠে না তবু অনেক আত্নবিশ্বাস । চারপশের মানুয় গুলোকে বুঝতে পারা আনেক কঠিন আর যথন নিজেকে ভেবে নেই ঠিকঠাক তখন ই ঘটে যায় যা বিশ্বাস এর বাইরে অনেক কিছু । কাছের মানুয় গুলো আপন কক্ষ্যে হয়ে যায় আপরিচিত ঠিক যেমন টা চেনা আকাশের বদলে যাওয়া অন্য আকাশে। তখন নিজেকে আশস্ত করি কেও আমাকে বুঝবে না । আসলে কাওকে জানা বোঝা এক না ।

আর আসলে কি মানুষ মানষ কে বোঝে ??? জানি না । তবে উত্তর সবার এক হবে না জানি । তুব আশায় মন বাধি বুঝবে আসলে সাময়িক। স্থায়ী সম্ভব আমার মনে হয় না । কষ্ট তথন ই হয় যথন ফিরে আশি আর অবাক হই আমি ........ সবাই ঠিক ই আছে।

আমি ভাল আছি হয়ত আবার নাও থাকতে পারি জানবে না কেও । তাই বলে আমি একা না শুধু কথা বলতে পারি না ........... ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।