আমাদের কথা খুঁজে নিন

   

মাত্র দু'দিনেই আম্লীগ-জামাত মধুচন্দ্রিমার যবনিকা, প্রকাশিত হলো মুজাহিদের ফাঁসির রায়

নামটা আমার লম্বা বটে তবে কখা বলি শর্টকার্ট বেরসিক মিডিয়া, জাগরণ মঞ্চের উত্তাপ আর মধ্যরাতের সিঁদেল সুশীলদের অত্যাচারে দু'দিনের বেশি স্থায়ী হলো না আম্লীগ-জামাত নবমধূচন্দ্রিমা। মুজাহিদেরফাঁসির রায় প্রকাশিত হয়ে পড়লো আর আপাত যবনিকাপাত ঘটল আওয়ামী-জামাত মাখামাখির নব সম্ভাবনার গুঞ্জন। আম্লীগারদেরও আজ দুপুরের পর থেকে বেশ নির্ভার মনে হচ্ছে। ধর্মান্ধদের রমজান রমজান ভাবাবেগের কারণে দিনের বেলায় মিস্টিমুখ করে বিশ্বের দরবারে অসাম্প্রদায়িক বাংলাদেশকে উপস্থাপন করা্ও গেল না। চেতনার ব্যবসায়ীদের এ এক মধুর সমস্যা, একূল থাকে তো ওকূল যায়। যাই হোক, কাদের মোল্লা আর গোলাম আযমের রায়ের পর জাগরণ মঞ্চ, সুশীল সমাজ, প্রগতিশীলদের রাজনীতিবিদদের দিনভর আলোচনা-সমালোচনামুখরতায় একটা সমীকরণতো মুটামুটি পরিষ্কার হলো- তা হলো- মানবতাবিরোধী মামলার শাস্তির নির্ধারক হলো আম্লীগের সাথে জামাতের সম্পর্কের মাত্রা বা সূচক, অভিযুক্ত ব্যক্তির ৭১-এমুক্তিযুদ্ধকালীন ভূমিকা নয়। আর মাঝখানের ব্যাপারগুলো হলো পরিচালক কতৃক জিনিসটাকে "ম্যাক বিলিভ" করার একটি নান্দনিক প্রচেষ্টা মাত্র।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.