আমাদের কথা খুঁজে নিন

   

তোমাকে জাগাবো স্বদেশের নামে

সাপের শরীর হয়ে আঁধারের গাছ/ কুয়াশার বন্যায় ডুবো দেবী মাছ! হে শ্রীস্বত্তা তোমাকে জাগাবো স্বদেশের নামে: মাহী ফ্লোরা আরেকবার জাগাবো তোমাকে এই ঘুম মৃত্যু আর পূর্নিমা থেকে। যে নদীকে লিখে দি নামে বেনামে সে নদী আজ চন্দ্রকলা। জানো নাকি ঘুমাচ্ছে আজ শহুরে প্রদীপ সমস্ত বাতি। তোমাকে জাগাবো দিন আর রাত্রির বিনিময়ে। আরেকবার! আমি আর কাউকে ভাবিনি।

সমস্ত চরাচর এক হুলো বেড়ালের মত তাকিয়ে থাকে আর থাকে হিংস্রতায়। অনায়াসে আমি ঘুমুতে যাই। আমাকে ঘুমুতে দেখে যদি তুমি জাগো! এই ঘুম পড়ে থাকা স্মৃতিরা পাহাড়ী সৈনিক। জেগে আছে যৌবন হয়ে। তোমাকে আরেকবার জাগাবই দেখে নিও।

তোমাকে জাগাবো স্বদেশের নামে! ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.