আমাদের কথা খুঁজে নিন

   

সাবাস বঙ্গবন্ধুকন্যা জননেত্রী শেখ হাসিনা!

মানুষ মরেনা কখনো সাবাস প্রাণপ্রীয় বঙ্গবন্ধুকন্যা! একেই বলে নেত্রীত্ব, একেই বলে দেশপ্রেম! নাইতো ভারতের মত এক কুমিরের সাথে ধস্তাধস্তি? জানি আমাদের এই ব্লগে বহুত সবজান্তা আছে বিষয়টাকে নাটক-সিনেমা বলে তুড়ি দিয়ে উড়িয়ে দিতে, কেননা, তাদের চোখ ঢাকা দলীয়-সাম্প্রদায়িকতার আবরনে। তারা সত্যটাকে ঘুরিয়ে দেখতে অভ্যস্থ; যেভাবে দেখলে তাদের দলের স্বার্থ রক্ষা হবে, ঠিক সেভাবেই দেখবে- তা যা-ই দেখুক। কিন্তু একটু গভিরভাবে চিন্তা করে দেখুন, বাংলাদেশের বর্তমান নেতা-নেত্রীদের কারও পক্ষে সম্ভব হতো না এ ধরনের অবস্থান নিতে যে অবস্থার সৃষ্টি হয়েছিল গতকাল। যতবড় আপোষহীন নেত্রীই হন, ভারতের সামনে কুইঁ কুইঁ করতে দেখেছি অনেক। তবে এ ও বলবো যে, দুই দেশের প্রধানমন্ত্রীদের সন্মেলনের আগে এ প্রকারের অসন্মতির বন্যা প্রমান করে দুই দেশেরই পররাস্ট্র মন্ত্রনালয়ের অসমর্থতা! সুতরাং এ দিকে সরকারের উচিত মনযোগী হওয়া। পরিশেষে আবারো সাবাসি দেই বঙ্গবন্ধুকন্যাকে! এমনই নেত্রীত্ব আশা করা যায় শুধুমাত্র তাঁর কাছ থেকেই।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.