আমাদের কথা খুঁজে নিন

   

ইন্টারনেটে ফ্রি বাংলা TV চ্যানেল সহ আরও অন্যান্য চ্যানেল দেখতে চান, তা হলে পোষ্ট টি আপনার জন্য।

বোরহান উদ্দিন আহমেদ (মাসুম) এখন পর্জন্ত আমার দেখা সবছেয়ে ভাল এবং চলমান বাংলা চ্যানেল দেখার শেরা একটা সাইট হল jaagobd. com আমরা যারা দেশের বাহিরে আছি, সবাই দেশের খবরা খবর জানতে চাই, জন্মভূমি চির মমতাময়ী এই বাংলাকে খানিকের জন্য ও আমরা ভুলিতে পারি না, আর ভুলিতে না পারার কারনে বার বার জানতে ইচ্ছে হয় কি হচ্ছে আমার জন্মভূমি বাংলাতে, বাংলার সংস্কৃতি, বাংলার আচার অনুষ্টানের অনেক খবরাখবর জানতে পারি আমাদের দেশিয় এই সব টি,ভি চ্যানেল গুলার মাধ্যমে। কিন্তু দুঃখের বিষয় এই সব চ্যানেল গুলা আমরা সরাসরি দেখতে পারি না। কোন কোন টি ভি চ্যানেল লাইভ দেখার ব্যবস্থা করলে ও আমরা জানিনা তাদের ওয়েব এড্রেস, আজকে আমি আপনাদের কে জানাব কিছু দেশীয় চ্যানেলর লিঙ্ক, যে খানে ক্লিক করে আপনারা দেশী চ্যানেল সহ বাহিরের বেশ কিছু TV চ্যানেল ফ্রি দেখতে পাবেন। হাই কোয়ালিটিতে বাংলাদেশের সব চ্যানেল পাবেন এইখানে। ========================================= ইউরো কাপ লাইভ দেখতে এইখানে ক্লিকান।

http://onlinelivetv.in/euro-2012-live.html ============================================ গুরুত্ব পুর্ন সব ক্রিকেট খেলা সরাসরি অনলাইনে দেখুন এইখানে =========================================== উপরের TV চ্যানেল গুলা দেখতে এইখানে ক্লিকান। ============================================ বাংলাদেশের রাজনৈতিক দল B.N.P আয়োজিত সব গুরুত্বপূর্ণ অনুষ্ঠান সরাসরি এইখানে দেখতে পারবেন। =========================================== =========================================== উপরের লিঙ্ক টি বন্দ হয়ে গেল এইখানে ক্লিকান ====================================================================================== http://sonarbangladesh.webklik কয়েকটি বাংলা চ্যানেল এইখানে ও পাবেন। =========================================== [link|http://www.gunjon.com/tv.php?channel=channeli|৮ টি বাংলা চ্যানেল দেখতে পারবেন এই খানে, তবে লিঙ্কে ক্লিক করে ধর্জ ধরে ৩-৪ মিঃ বসে থাকতে হবে। চ্যানেল গুলা লোড হতে একটু সময় নেবে।

========================================================================================== উপরের চ্যানেল গুলা দেখতে এইখানে ক্লিকান ============================================= ============================================= এইখানে ক্লিক করে ও বাংলা চ্যানেল গুলা দেখতে পারেন ========================================================================================== কম স্পিডে বৈশাখী T.V দেখেন এইখানে। ========================================================================================== ১) এই লিঙ্কে ক্লিক করে আপনি দেখতে পারেন Ntv লাইভ, সাথে আর ও অনেক নাটক। ============================================= ২) ATN বাংলা লাইভ দেখতে এইখানে ক্লিকান New ============================================= ৩) BTv বি টি ভি ওয়ার্ল্ড লাইভ দেখতে পারেন এইখানে। ============================================= ৪) মক্কা থেকে লাইভ হজ্জ ও ওমরা দেখতে পাবেন এইখানে ============================================= ৫) সময় Tv লাইভ দেখতে পাবেন এইখানে। ============================================= ৬) লাইভ ক্রিকেট দেখতে এইখানে যান।

[link|http://zinzira.blogspot.com এখন থেকে এইখানে ও একুশে TV দেখতে পাবেন। ============================================ এই খানে ক্লিক করে ও দেখতে পারেন-Etv এবং Boishakhi TV ============================================ লাইভ সব বাংলা রেডিও এইখানে। ============================================= ৭) নিচের সবগুলা চ্যানেল এইখানে দেখতে পারবেন। ***************Star Plus ***************Star Gold ***************Zee Cinema ***************Sahara Filmy ***************Zee TV ***************Set Max ***************Star Vijay ***************UTV Movies ***************Zoom TV ***************TV9 Telugu ***************B4U Music ***************NDTV Imagine ***************NDTV 24 x 7 ***************MTV ***************Sun TV ***************9X TV ***************9X Music ***************ETV Marathi ***************Colors TV ***************Sab TV ***************Aastha TV ***************Geo TV ***************Zee Bangla ৮) সাইটটিতে এই লেখা পর্যন্ত ২৩১৫ টি অনলাইন টিভি চ্যানেলস আছে। বাংলাদেশে যাদের নেট স্পীড ন্যূনতম 32 KBPS বা এর অধিক তারা এই সাইটের সিংহভাগ চ্যানেলসই দেখতে পারবেন।

তবে কিছু চ্যানেলস আছে যা স্ব স্ব দেশের ইন্টারনেট গ্রাহক ব্যাতীত অন্য দেশের কেউ দেখতে পারে না। যেমন ইটালীর RAI এবং পর্তূগালের RTPর বেশ কিছু চ্যানেলস। মোট ১৪৭টি দেশের সরকারী ও বেসরকারী চ্যানেলস এখানে আছে। সবচেয়ে বেশী হল যূক্তরাষ্ট্রের ৪০০রও বেশী। আর একটি করে আছে ৩০টির মত দেশের।

কিন্তু দুঃখের বিষয় বাংলাদেশের কোন চ্যানেল এখানে নেই। বিনোদনরে বিভিন্ন ক্যাটাগরিতেও এগুলোকে নিম্নলিখিত ভাবে ভাগ করা আছে;  ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।