আমাদের কথা খুঁজে নিন

   

সূর্যের অভিমান

আরেকটি হাবি জাবি ব্লগ!! কবিতা লিখলেই কবি হওয়া যায় না। তা বুঝে ও মাঝে মাঝে কবিতা নিয়ে চিন্তা করি। এ মাঝে মাঝে মানে হচ্ছে ছয় মাস কিংবা এক বছর। একবছর কিংবা আরো বেশি সময় আগে লেখা একটি কবিতা আপনাদের সাথে শেয়ার করলা। আমি কবি নই।

এটা আগেই বলে রাখি। তাই কবিতাটি থেকে অনেক গুলো ভুল বেরিয়ে আসবে। তা নিয়ে ক্রিটিসাইজ করতে একটুই কার্পন্য করবেন না। যে আমি সতর্ক হতে পারি। ধন্যবাদ সবাইকে।

সূর্যের অভিমান ভেগা জিজ্ঞেস করল সূর্যকে, তুমি কেন জ্বল নিভু নিভু করে? সব কিছুইকে আকর্ষন কর তোমার নিজের দিকে? তুমি কেন সংকুচিত হও এত সাথে তোমার গ্রহ উপগ্রহ নিয়ে? সূর্য উত্তর দিল ভাই, বাঁচার আর ইচ্ছে নেই জ্বলতে জ্বলতে হাইড্রোজেন হয়ে যাচ্ছি হিলিয়াম হয়ে যাচ্ছি নিষ্ক্রিয় তাই মরতে আমি চাই। ভেগা বলল ওহে সূর্য, সামনে তোমারর অনেক পথ যেতে হবে ঐ দূর ক্লাস্টারে কেন মিছে কর অভিমান। অভিমান না করে উপায় আছে? যুদ্ধ বিগ্রহ সংঘর্শে নিউট্রন প্রোটন আর তেজষ্ক্রিয় গ্যাস ছেয়ে গেছে পুরো মিল্কি ওয়েতে। যেতে চাই অন্য গ্যালাক্সিতে মৃত্যুর মধ্য দিয় নতুন করে সৃষ্টি হতে।  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।