আমাদের কথা খুঁজে নিন

   

সূর্যের হাত -পা

আমি এই গ্রহের শেষ মানুষ । আমি এই মিছিলের শেষ শ্লোগান। আলো আধারের মাঝখানে আঁতকে ওঠা বিবর্ণ চিৎকার । আমি সেই রাতের শেষে আরও একটি রাতের আপেক্ষা… ঘোর অমাবস্যায় ডুবে গেছে পৃথিবী আমি ফিরে আসবো না নির্ধারিত সময়ের বেশি পৃথিবী মাড়াতে জানি না যখন ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকে মানুষ কোথায় যেন ভালোবাসা আছে ঠিক তখন বেজে ওঠে বিদায়ের ঘণ্টা আলোচিত কিংবা সমালোচিত পান্ডুলিপি হাত-পা বাড়াতে থাকে সূর্যের দিকে প্রকাশ্য দিবালোকে যখন হয় স্বাধীনতা নৈরাজ্য ছড়িয়ে পালায় শান্তিকামী মানুষ শোষণের ভয়ে চিন্তা ভেজায় কালো রোদ “ঈশ্বর আমাকে ভালোবাসে না তার কোথাও আমি নেই” আমি ফিরে আসবো না, কারণ সূর্যের হাত-পা নেই আমার চিরাচরিত নিয়মের উল্টো পাশে ভালোবাসার চুম্বন এঁকে দিয়েছিলো হতাশা নিজের ভেতর ভেঙেচুরে গুঁড়িয়ে দিয়েছিলো কয়েকটা দৃশ্য আমি আঙুল কেটে রক্তের দাগ লাগাই যখন পাশে থাকে না ছায়াটাও সমাজের সাদা দেয়ালে দাগ লাগিয়ে শূন্যতা কমাই সূর্যের হাত-পা জন্ম নিক যাদের প্রয়োজন তারা কবরে ঘুমাক দু’চারদিন পর বলে উঠবে তুমিহীনা ভালো আছি আমার ফিরে আসার প্রয়োজন নেই

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।