আমাদের কথা খুঁজে নিন

   

বেলার জন্য অঞ্জনের চিঠি (2441139)...........!!

আমি ফ্রা ঙ্কে স্টা ই ন......... প্রিয় বেলা বোস, যে দিন আমার চিঠি পৌঁছে যাবে তোমার কাছে। সে দিন হয়ত আমি নেই এই শহরে। আমি কোথায় আছি সেটা না জানলেও তোমার কিছু আসবে যাবে না। কারণ একজন অপদার্থের মৃত্যুতে পৃথিবী কখনো কাঁদে না। প্রতিদিন কতো মানুষ আসছে কতো মানুষ যাচ্ছে তাতে কি কারো কিছু আসে যায়? তার উপর আবার তুমি বৈষয়িক মানুষ।

তোমার বিত্ত আছে বৈভব আছে আমার কিছু নেই বেলা। আমি শুধু তোমার জন্য গান ই গেয়ে যেতে পারবো বেলা বোস। তোমার ফোন নাম্বার ধরে অনেক কেঁদেছি দোহাই দিয়েছি আমাদের সেই গোপন মুহুর্ত গুলোর তার কোন মুল্য তো আর নেই। কারণ এখন তুমি অন্য কারো বাগদত্তা। বেলা মেয়েরা স্বার্থপর হয়।

কিন্তু আমি জানি তুমি স্বার্থপর নও। তুমি বাধ্য হয়েছো। বাধ্য হয়েছো আমায় ছেরে অন্যের বিছানায় নিজের সম্মান কে চুরি হয়ে যেতে দিতে। কিছু করার নেই বেলা। অঞ্জন আর বেলাদের জীবন এমন ই হয়।

ইতিহাস কখনো আমাদের মিলতে দেয় নি। মিলতে দেবে ও না। আমি জানি এখন তুমি তোমার স্বামীর বাহু ডোরে নিজেকে গেথে দিয়েছো হয়তো , কিন্তু অবচেতনে এখন তোমার মন আমার কথাই হয়তো ভাবে। হ্যাঁ আমার কথাই ভাবে বেলা। আমি জানি এবং বিশ্বাস করি বেলা।

আমাদের মাঝে দুরত্ত্ব যতোই হোক ; হোক না তা সহশ্র আলোক বর্ষ তবুও আমরা পাশাপাশি ই আছি। বেলা, হয়তো ভাগ্যের ফেরে আমাদের আবার দেখা হয়েও যেতে পারে। আমাকে আবার চিনতে চেষ্টা করো না নতুন করে। কারণ তোমার স্বন্তানদের মাঝে আমি খুজে নেবো আমি আমার হারিয়ে যাওয়া বেলা কে। বেলা আমি আবেগের বশে অনেক কিছুই বলেছি।

কিন্তু আজ আমার কোন কষ্ট নেই বেলা তুমি তো সুখে আছো বেলা। 241139 এ নাম্বারে হয়তো আবার কোন দিন ফোন করবে তোমার পুরোনো চেনা শত ছিন্ন এই অঞ্জন। কিন্তু সে এবার তোমায় খুজবে না। খুজবে বেলার স্বন্তানদের। তাদের দেখাবে আজ অঞ্জন কতটা সফল।

সে সফল কারণ সে তার ভালবাসাকে কষ্ট পেতে দেয় নি। সে দেয় নি তার বেলা কে ছোট্ট নীল দেয়ালের ঘরের মাঝে থাকার কষ্ট। তাকে দেয় নি বেঁচে থাকার নির্মম সত্য কে বুঝতে। বেলা আমি জানি কথাটা এখন হয়তো এ কথাটা বলা তোমায় মানায় না। কিন্তু তবুও বলছি।

তোমায় ভালোবাসি বেলা। আমার সর্বস্ব দিয়ে তোমায় ভালোবাসি বেলা। অঞ্জন যেখানেই থাকুক না কেন তার গান লিখার প্রেরণা তুমিই বেলা। শুধু তুমি। ইতি ------ তোমার জীবনের এক নিষ্ঠুর আগন্তুক অঞ্জন দত্ত।

। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৩ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।