আমাদের কথা খুঁজে নিন

   

অদ্ভুদ প্রতিযোগিতা

মোটামুটি রমজান মাস আসলেই সব চ্যানেলের ব্যস্ততা বেড়ে যায়। সাংবাদিকদের ঘুম হারাম হয়ে যায় একই ধরনের সংবাদ প্রকাশ করার জন্য। অমুক বাজারে অমুক ইফতার অমুক নেতা তমুক নেতারা মিলে ইফতার করল এই সব হাবিজাবি। ঈদের মোটামুটি ১০ দিন আগে থেকে শুরু হয় ঢাকা থেকে বাড়ি ফেরার টিকিট পাওয়ার চিত্র তুলে ধরার প্রতিযোগিতা টিভি খুললেই যে চ্যানেলে দিই না কেন অমুক টিকিট পায়নি অমুক এত ঘন্টা দাড়িয়ে টিকিট পায়নি একই জিনিষ প্রতিটি চ্যানেল অসংখ্য বার দেখাচ্ছে। একবার তো দেখা যায় কষ্ট করে না হয় দু বার কিন্তু অসংখ্য বার কি করে শুনি?যে চ্যানেলেই দিই দেখা যাবে শুকনো মুখে সাংবাদিকদের কাছে জনগন ইন্টারভিউ দিচ্ছে টিকিট পায় নি।

ঈদ আসলেই এই একই নিউজ যে কতবার গিলতে হয় তা বোধ হয় আমার সীমার বাইরে। এই তো গেল ঈদের আগে। ঈদের দিন থেকে আরেকটা কথা শুনতে শুনতে কান প্রায় নষ্টের কাছাকাছি। "রাজধানী ঢাকা এখন অনেকটাই ফাকা" টিভি খুলে যে চ্যানেলে দিই না কেন এই একই কথা উফ একই কথা সব চ্যানেলের নিউজে অসংখ্যবার শুনলাম। যখন এই লেখটা লিখছি তার মধ্যে প্রায় দুই বার সেই কথা রাজধানী ঢাকা এখন ফাঁকা সবাই চাই এমন ঢাকা।

সব ঠিক আছে আমি মানছি কিন্তু এই নিউজটা এতবার প্রচার করে লাভটা কি? প্রতিবছর রোজার মাস আর ঈদের একই খবর বার বার। বলতে পারেন খারাপ লাগলে না দেখলেই পার। কথা ঠিক। কিন্তু দেশের খবর জানার তো দরকার আর তা জানতে গিয়ে যদি একই কথা একই চিত্র বার বার দেখতে হয় কেমন লাগে?একবার শুনলাম ভালো কথা দিনের মধ্যে যতবার সংবাদ ততবার শুনতে ভালো লাগার কথা না। সবার মাঝে কেন এই অদ্ভুদ প্রতিযোগিতা তা কি কেউ অনুগ্রহ করে আমাকে একটু জানাবেন? ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।