আমাদের কথা খুঁজে নিন

   

কাতার বিশ্বকাপ শীতকালে চান ব্লাটার

বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থার প্রধান ফিফার নির্বাহী কমিটির সঙ্গে আগামী অক্টোবরে সময়সূচির পরিবর্তন নিয়ে আলোচনা করবেন বলে জানিয়েছেন।
স্কাই স্পোর্টস জার্মানিকে ব্লাটার বলেন, "আমাদের হাতে এখনও সময়সূচি পাল্টানোর সময় আছে। নির্বাহী কমিটি নিশ্চিতভাবে আমার প্রস্তাব মেনে নেবে। এর পর আমরা এ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবো। "
গ্রীষ্মে কাতারের তাপমাত্রা ৫০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠে বলে শীতাতপ নিয়ন্ত্রিত স্টেডিয়ামে ম্যাচগুলো হওয়ার কথা।

কিন্তু এতে সন্তষ্ট নন ব্লাটার।
তিনি মনে করেন, ফিফা বিশ্বকাপ ফুটবলপ্রেমীদের জন্য একটা বড় উৎসব। গ্রীষ্মে বিশ্বকাপ আয়োজন করলে এই উৎসবের আমেজ পাওয়া যাবে না।
"আপনি স্টেডিয়াম ঠাণ্ডা করতে পারবেন, কিন্তু পুরো দেশতো শীতল করতে পারবেন না। আর বিশ্বকাপের পারিপার্শিক অবস্থাতো ঠাণ্ডা করা যাবে না।

বিশ্বকাপে ভালো করতে হলে খেলোয়াড়দেরও সেরা পরিবেশে খেলার সুযোগ পেতে হবে। "
কাতারের ফুটবল কর্তৃপক্ষও ব্লাটারের এ প্রস্তাব মেনে নেবে বলে সায় দিয়েছে।
কাতালের বিশ্বকাপ আয়োজক কমিটির প্রধান হাসান আল-থাওয়াদি অস্ট্রিয়ায় এক সম্মেলনে বলেন, "বিশ্বের ফুটবল সংস্থাগুলো যদি শীতকালে বিশ্বকাপ চায়, আমরা সে প্রস্তাব বিবেচনা করবো। "
শীতে বিশ্বকাপ আয়োজন করলে ইউরোপীয় লিগগুলোর সমস্যা হয় বলে গ্রীষ্মেই বিশ্বকাপ হয়। এখন কাতারে শীতে বিশ্বকাপ আয়োজন করতে হলে, স্বল্প বিরতিতে ম্যাচ আয়োজন করে লিগগুলোতে দ্রুত শেষ করতে হবে, যাতে জাতীয় দলগুলো প্রস্তুতি নিতে কমপক্ষে ছয় সপ্তাহ সময় পায়।


এতে তেমন কোনো সমস্যা হবে না বলে মনে করেন ব্লাটার,"এটা (লিগগুলোর সময়সূচি পরিবর্তন) কেবল এক বছরের জন্য করতে হবে। এর পরে তো আমরা স্বাভাবিক সময়সূচিতে ফিরতে পারবো। "

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.