আমাদের কথা খুঁজে নিন

   

ঝুলে রইল কাতার বিশ্বকাপ

কাতার বিশ্বকাপ নিয়ে কত বিতর্কই না হচ্ছে। ২০২২ সালে এই আরব দেশে ফুটবলের বিশ্ব আসর বসার কথা। কিন্তু এরই মধ্যে অসংখ্য বিতর্কের জন্ম দিয়েছে কাতার। বিশ্বকাপের স্টেডিয়ামগুলোতে কর্মরত শ্রমিকদের দিন যাপন হচ্ছে অনেকটা প্রাচীনকালের দাসদের মতো। এই নিয়ে অনেক তর্ক-বিতর্কই হয়ে গেছে এরই মধ্যে।

তবে কাতার বিশ্বকাপ নিয়ে সবচেয়ে বড় বিতর্ক ছিল, কখন হবে এই বিশ্বকাপ! শীতকালে, নাকি গতানুগতিক জুন-জুলাইয়ে! এই প্রশ্নের সমাধান খুঁজতে গত প্রায় এক বছর ধরেই আলোচনা হচ্ছে বিশ্ব ফুটবলে। অবশেষে গত শুক্রবার ফিফার নির্বাহী কমিটির সভায় বিষয়টির সমাধান হওয়ার কথা ছিল। কিন্তু সমাধান হলো না এখানেও। কাতার বিশ্বকাপ নিয়ে ফিফার নির্বাহী কমিটির সভায় চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। বিষয়টি ঝুলে রইল ব্রাজিল বিশ্বকাপ পর্যন্ত।

কাতার নিয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে না বলে মত দিয়েছেন ফিফা সভাপতি সেপ ব্ল্যাটার।

কাতার বিশ্বকাপের আয়োজকরা বরাবরই বলছে, বছরের যে কোনো সময় তারা বিশ্বকাপ আয়োজনের জন্য প্রস্তুত। এমনকি জুন-জুলাইয়ে বিশ্বকাপ অনুষ্ঠান নিয়েও তাদের কোনো সমস্যা হবে না বলে জানিয়েছে তারা। স্টেডিয়াম এবং এর আশপাশের এলাকায় তারা তাপমাত্রা নিয়ন্ত্রণ করে নিবে বলে ঘোষণা করেছে। ফিফা চিন্তা করছে শীতকালীন বিশ্বকাপ নিয়ে।

এ জন্য ফিফা একটি কমিশন গঠনের সিদ্ধান্ত নিয়েছে। এই কমিশন সব অবস্থা বিবেচনা করে রিপোর্ট দিবে। তাদের সুপারিশ অনুযায়ীই সিদ্ধান্ত নিবে ফিফা। বিবেচনার মধ্যে থাকবে, বিশ্বব্যাপী লিগগুলোর সময় পরিবর্তন এবং এই নিয়ে সমস্যা। এ ছাড়াও কাতার বিশ্বকাপের সময় নিয়ে তারা বিভিন্ন তথ্য-উপাত্ত বিশ্লেষণ করবে।

তবে এই কমিশন তাদের সব কাজই করবে ব্রাজিল বিশ্বকাপ শেষ হওয়ার পর। এর আগে কাতার বিশ্বকাপ নিয়ে কোনো আলোচনা হবে না আর।

 

 

সোর্স: http://www.bd-pratidin.com/

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।